Palestine: ইজরায়েলি হানাদারির মুখে কী অবস্থায় ওয়েস্টব্যাঙ্ক, গাজা?
* ২০২৩-এর ৭ অক্টোবর থেকে ইজরায়েলি হানাদারির মুখে প্যালেস্তাইন।
* তথ্য অনুসারে, এই সময় ওয়েস্ট ব্যাঙ্কে ১ হাজার এবং গাজায় ৫৬ হাজার প্যালেস্তিনীয় নিহত হয়েছেন।
* গত কয়েক মাস ধরে মাঝে মাঝেই ওয়েস্টব্যাঙ্কে প্যালেস্তিনীয়দের বাড়ি ঘরের ওপর হামলা চালাচ্ছে ইজরায়েলি বসতি স্থাপনকারীরা।
২০২৩-এর ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে (West Bank) প্রায় ১০০০ প্যালেস্তিনীয়কে হত্যা করেছে ইজরায়েল। একই সময়ে গাজায় (Gaza) ইজরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন ৫৬,৩৩১ জন। এই সময়েই গাজা থেকে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৩ লক্ষ মানুষ। আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে, যে সময় গাজায় ইজরায়েলি বাহিনী (IDF) প্যালেস্তিনীয়দের হত্যা করছে, সেইসময়েই নিঃশব্দে ওয়েস্ট ব্যাঙ্কে বেছে বেছে প্যালেস্তিনীয় গ্রামবাসীদের হত্যা করছে ইজরায়েলি বসতি স্থাপনকারীরা (Israeli Settlers)।
রাষ্ট্রসংঘ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে ওয়েস্ট ব্যাঙ্ক অঞ্চলে ইজরায়েলিদের হাতে ২২০ জনের বেশি প্যালেস্তিনীয় আহত হয়েছে। প্যালেস্তাইন ক্রনিকল-এর তথ্য অনুসারে এখনও পর্যন্ত গাজাতে নিহত হয়েছেন ৫৬,৬৪৭ জন, নিখোঁজ ১৪ হাজার জন এবং আহতের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ১০৫।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস (IFJ) এবং প্যালেস্তিনীয়ান জার্নালিস্ট সিন্ডিকেটের (PJS) পক্ষ থেকে গত ১ জুলাই জানানো হয়েছে, ইজরায়েলি হানাদারি শুরু হবার পর এখনও পর্যন্ত ১৭১ জন প্যালেস্তিনীয় সাংবাদিকের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কিছু সাংবাদিক আহত হয়েছেন এবং বহু সাংবাদিক নিখোঁজ। আইএফজে-র পক্ষ থেকে অবিলম্বে এইসব হত্যাকান্ডের তদন্ত শুরু করার দাবি জানানো হয়েছে।
গত কয়েক দিন ধরেই ওয়েস্ট ব্যাঙ্ক অঞ্চলে প্যালেস্তিনীয়দের ওপর নব্য ইজরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। দিন কয়েক আগে এরকমই একটি ঘটনা ঘটেছে রামাল্লাহর উত্তরপূর্বে, ওয়েস্ট ব্যাঙ্কের কাফর মালিক (Kafr Malik) গ্রামে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর ইজরায়েলী বাহিনী এসে হামলাকারীদের ছত্রভঙ্গ করার পরিবর্তে আক্রান্তদের ওপরেই হামলা চালিয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, গত সপ্তাহের বুধবারে ওই শান্ত গ্রামে আচমকাই হামলা চালায় মুখোশধারী একশোর বেশি ইজরায়েলী। স্থানীয়রা জানিয়েছেন, তারা গাড়িতে ও পায়ে হেঁটে আসে এবং মলোটভ ককটেল ছুঁড়ে ওই গ্রামের একাধিক বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওয়েস্ট ব্যাঙ্কে বর্তমানে প্রায় ৩০ লক্ষ প্যালেস্তিনীয়র বসবাস এবং নতুন করে ওই অঞ্চলে প্রায় ৫ লক্ষ ইহুদির বসতি স্থাপন করেছে ইজরায়েল।
গত সপ্তাহের শুক্রবার, প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদাইনেহ জানিয়েছেন, প্যালেস্তিনীয়দের ওপর বসতি স্থাপনকারীদের আক্রমণ ইজরায়েলের "চরমপন্থী দক্ষিণপন্থী সরকারের" ওয়েস্ট ব্যাঙ্ককে আরও বৃহত্তর সংঘাতের দিকে টেনে আনার পরিকল্পনার অংশ। এখবর জানিয়েছে প্যালেস্তিনীয় সংবাদ সংস্থা ওয়াফা (WAFA)।
গাজায় গত প্রায় দু’বছর চলছে ইজরায়েলের আগ্রাসন। এই দু’বছরে ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্তিনীয় বাসিন্দারা ইজরায়েলী চেক পয়েন্ট এবং পুরো অঞ্চলে আক্রমণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন। যদিও, ইজরায়েল জানিয়েছে, ওয়েস্ট ব্যাঙ্ক থেকে ইজরায়েলী নাগরিকদের বিরুদ্ধে হুমকি ক্রমশ বাড়ছে। অন্যদিকে, ইজরায়েলি বসতি স্থাপনকারীরা প্যালেস্তিনীয় গ্রামবাসীদের আক্রমণ ও হত্যা করার সময় তাদের মুখ বন্ধ করে থাকছে ইজরায়েলী বাহিনী।
প্রসঙ্গত, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইজরায়েল ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে। এই তিনটি অঞ্চল নিয়েই তখন থেকে বিবাদ। কারণ প্যালেস্তিনীয়রা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য এই তিনটি অঞ্চলের দাবি জানায়। আন্তর্জাতিক ক্ষেত্রে ইজরায়েলের এই বসতি স্থাপনের প্রচেষ্টাকে অবৈধ বলে মনে করে।
বিশ্বের একাধিক দেশের সঙ্গে প্যালেস্তিনীয়দের ওপর ইজরায়েলী বসতিস্থাপনকারীদের লাগাতার হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স। গত কয়েকদিনে রামাল্লাহর কাছে কাফর মালিক এবং হেবরনের কাছে সুরিফ শহরে ইজরায়েলি বসতিস্থাপনকারীদের হাতে চার প্যালেস্তিনীয় নিহত হয়েছে। চরমপন্থী বসতি স্থাপনকারীদের এই সংঘটিত হিংসা বন্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য ইজরায়েলি সরকারের কাছে আহ্বান জানিয়েছে ফ্রান্স। ওয়েস্ট ব্যাঙ্কে জোর করে বসতি স্থাপন কার্যকলাপের নিন্দা এবং যেকোনো ধরণের অধিগ্রহণের তীব্র বিরোধিতার কথা আবারও জানিয়েছে ফ্রান্স। জাতীয় পর্যায়ে, ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তিনীয় অসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসায় জড়িত চরমপন্থী বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ৫৯টি আলাদা আলাদা নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স।
ইজরায়েলের বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান, এই প্রবণতাকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, "এই ধরণের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এক বিপজ্জনক প্রবণতা, যা গভীরে শিকড় গেড়েছে। এমনকি সরকারি টেবিলের চারপাশেও এই প্রবণতা দেখা যাচ্ছে।" জোট সরকারকে সমর্থনকারী অতি-দক্ষিণপন্থী মন্ত্রীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এঁদের মধ্যে ইটামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচও রয়েছেন। যাদের দু’জনের বিরুদ্ধে জুন মাসের শুরুতে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং অন্যান্য পশ্চিমি বন্ধু দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত ইটামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ ইজরায়েলের মন্ত্রী এবং উগ্র দক্ষিণপন্থী হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত।
Keywords: West Bank, Gaza, Israeli occupation, Palestine, current situation
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন