
* রক্তপতাকা উত্তোলন করে ২৪ তম পার্টি কংগ্রেসের সূচনা করেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু।
* এর আগে ১৯৭২ সালে মাদুরাইতে সিপিআইএম-এর নবম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল।
* সমস্ত বাম শক্তিকে নিয়ে দেশে বাম ও গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাবে সিপিআইএম বলে জানিয়েছেন প্রকাশ কারাত।
তামিলনাড়ুর মাদুরাইয়ে শুরু হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (CPIM)-র ২৪ তম পার্টি কংগ্রেস। আগামী তিন বছরে দলের রণনীতি এবং রণকৌশল ঠিক করার পাশাপাশি এই কংগ্রেস থেকেই নির্বাচন করা হবে পরবর্তী সাধারণ সম্পাদক, দলের কেন্দ্রীয় কমিটি। বুধবার সকালে প্রয়াত সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামাঙ্কিত শহরে শুরু হয়েছে ২৪ তম কংগ্রেস।
এদিন সকালে মাদুরাইয়ের তামুক্কাম গ্রাউন্ডে রক্তপতাকা উত্তোলন করে পার্টি কংগ্রেসের সূচনা করেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু। উদ্বোধনী অধিবেশনে সিপিআইএম পলিটব্যুরো কো-অর্ডিনেটর প্রকাশ কারাত বলেন, সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এক নতুন ভারত গড়ে তোলার জন্য সক্রিয় হতে হবে। এর আগে ১৯৭২ সালের ২৭ জুন থেকে ২ জুলাই মাদুরাইতে অনুষ্ঠিত হয়েছিল সিপিআইএম নবম পার্টি কংগ্রেস।
বামপন্থীদের ঐক্যকে আরও জোরালো করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রকাশ কারাত বলেন, কর্পোরেট হিন্দুত্ব শক্তির বিরুদ্ধে একমাত্র বামপন্থীরাই ধারাবাহিক সংগ্রাম জারি রেখেছে। লড়াই চালিয়ে গেছে শ্রমজীবী বিরোধী নয়া উদারবাদী নীতির। পাশাপাশি সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি বলেন, সমস্ত বাম শক্তিকে নিয়ে দেশে এক বাম ও গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাবে সিপিআইএম। পার্টি কংগ্রেসের এই অধিবেশনে সভাপতিত্ব করেন পলিটব্যুরো সদস্য মাণিক সরকার। শোক প্রস্তাব পাঠ করেন পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত।
এদিন প্রকাশ কারাত বলেন, সমস্ত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে বিজেপি-আরএসএসের বিরুদ্ধে সংগ্রামকে সফলভাবে পরিচালিত করতে অঙ্গীকার করছে সিপিআই(এম)।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার হিন্দুত্ব-কর্পোরেট জোটের প্রতিনিধিত্ব করে, যা মার্কিন সাম্রাজ্যবাদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। বিজেপি-আরএসএস এবং এর ভিত্তিপ্রস্তর হিন্দুত্ব-কর্পোরেট জোটের বিরুদ্ধে লড়াই করা এবং পরাজিত করা দরকার। আমাদের সর্বাত্মকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানির বন্ধু বলে দাবি করা এবং আরএসএসের প্রতি সম্পূর্ণ আনুগত্য থাকা প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করা উচিত।”
কারাত বলেন, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য সাংবিধানিক সংশোধনী বিল নিয়ে আলোচনা করবে কংগ্রেস। কারণ এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্যগুলির অধিকারের উপর সরাসরি আক্রমণ। সংসদকে হ্রাস করার, উচ্চ বিচার বিভাগকে দুর্বল করার এবং নির্বাচন কমিশনের স্বাধীন মর্যাদা ক্ষুণ্ন করার পদক্ষেপ এখনও অব্যাহত রয়েছে। বিরোধী নেতাদের বিরুদ্ধে UAPA এবং PMLA-এর মতো কঠোর আইন ব্যবহার করা হচ্ছে। স্বাধীন ভারতে প্রথমবার তথাকথিত দুর্নীতির অভিযোগে দুই নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছিল। কর্তৃত্ববাদী কেন্দ্রীকরণ অভিযান যুক্তরাষ্ট্রীয় নীতি এবং রাজ্যগুলির অধিকারকে পদদলিত করছে। অ-বিজেপি রাজ্য সরকারগুলিতে তহবিল বরাদ্দের ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য রয়েছে বলেও জানান প্রকাশ কারাত।
সভাপতি মাণিক সরকার বলেন, সিপিআইএম ২৪ তম পার্টি কংগ্রেস দেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাবে। দেশে বারবার মানুষের অধিকার আক্রান্ত হচ্ছে। দেশ জুড়ে মানুষ এখন প্রতিরোধের লড়াইতে শামিল হয়েছেন।
বুধবার অধিবেশনের শুরুতে পার্টি কংগ্রেসের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিভিন্ন বাম দলের শীর্ষ নেতৃত্ব। যাদের মধ্যে ছিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন, সিপিআইএমএল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ।
সিপিআইএম ২৪ তম পার্টি কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩৪টি রাজনৈতিক দল। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির পাশাপাশি চিন, ভেনেজুয়েলা, ব্রাজিল, চিলি প্রভৃতি দেশের কমিউনিস্ট পার্টিও কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন