
২৭তম সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন থেকে পুনরায় রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম। পাশাপাশি ৮০ জনের রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সেই তালিকায় ১৪ জন মহিলা রয়েছেন। তবে তালিকায় নেই সুশান্ত ঘোষ।
মহম্মদ সেলিমই যে পুনরায় রাজ্য সম্পাদক হবেন তা এক প্রকার নিশ্চিত ছিল। ঘোষণা ছিল শুধু সময়ের অপেক্ষা। ২০২৬-র বিধানসভা নির্বাচনে সিপিআইএম কর্মীরা ফের একবার লড়াই করবেন সেলিমের নেতৃত্বে। ডানকুনিতে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিপিআইএম-র রাজ্য সম্মেলন। যা আজ শেষ হয়েছে। রাজ্য কমিটিতে ১১ জন নতুন সদস্যকে যুক্ত করা হয়েছে। যাঁর মধ্যে জায়গা করে নিয়েছেন হুগলির ট্রেড ইউনিয়ন নেতা তীর্থঙ্কর রায়।
বাদ পড়ার তালিকায় রয়েছেন সুশান্ত ঘোষ, বাঁকুড়ার বর্ষীয়ান নেতা অমিয় পাত্র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উত্তরবঙ্গের সিপিআইএম নেতা জীবেশ সরকার। এক মহিলার অভিযোগের ভিত্তিতে সম্প্রতি সুশান্ত ঘোষকে নিয়ে অস্বস্তিতে পড়ে সিপিআইএম। তারপর থেকেই দল তাঁর থেকে দূরত্ব বাড়িয়েছিল। এবার রাজ্য কমিটি থেকে ছাঁটাই করা হল তাঁকে। অন্যদিকে বয়সজনিত কারণে অমিয় পাত্রকে এবার রাজ্য কমিটিতে রাখা হয়নি বলে খবর। বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে। বিকাশ ভট্টাচার্যকেও রাজ্য কমিটি থেকে বয়সজনিত কারণে সরতে হয়েছে।
শোনা যাচ্ছিল এবার রাজ্য কমিটিতে থাকতে পারেন কলতান দাশগুপ্ত। কিন্তু তাঁকে রাখা হয়নি। মনে করা হচ্ছে আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলনের সময় কলতানের গ্রেফতারিতে দলের ভাবমূর্তি নষ্ট করেছিল। সেই কারণে রাজ্য কমিটিতে রাখা হয়নি তাঁকে।
রাজ্য কমিটিতে যেমন আছেন সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, শমীক লাহিড়ি, নীরঞ্জন সিহি, সমন পাঠক, মৃণাল চক্রবর্তী, পুলিন বিহারী বাস্কে, অনাদী সাহু, তাপস সিনহা, গৌরাঙ্গ চ্যাটার্জির মত অভিজ্ঞ নেতারা, তেমন রয়েছেন শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, প্রতীক উর রহমন, মীনাক্ষী মুখার্জি, ইন্দ্রজিৎ ঘোষের মতো তরুণ নেতৃত্বরাও।
মীনাক্ষী মুখার্জি সহ ১৪ জন মহিলা রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন। তাঁরা হলেন, রূপা বাগচী, আত্রেয়ী গুহ, কনীনিকা ঘোষ, মধুজা সেন রায়, দেবলীনা হেমব্রম, বিলসী বালা সাহিশ, শ্যামলী প্রধান, গীতা হাঁসদা, এস কে হাসিনা, জাহানারা খান, কেনিজ রবিউল ফাতিমা, গার্গী চ্যাটার্জি এবং রমা বিশ্বাস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন