Panagarh: ইভটিজিং নয়, রেষারেষির কারণেই দুর্ঘটনা! পানাগড়ে তরুণী মৃত্যুতে দাবি পুলিশের

People's Reporter: রবিবার মধ্যরাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরুণীর। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় (২৬)।
সুতন্দ্রা চট্টোপাধ্যায়
সুতন্দ্রা চট্টোপাধ্যায়ছবি - সংগৃহীত
Published on

ইভটিজিং নয়, রেষারেষির কারণেই দুর্ঘটনা। পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় তরুণীর মৃত্যু নিয়ে এমনই জানাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এমনকি তরুণীর গাড়ি ধাওয়া করার যে অভিযোগ উঠেছিল, সেটাও অসত্য বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, তরুণীর গাড়ি অন্য গাড়িটিকে ধাওয়া করছিল। এমনকি সিসিটিভি ফুটেজও সামনে এনেছে পুলিশ।

রবিবার মধ্যরাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরুণীর। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় (২৬)। চন্দননগরের বাসিন্দা ওই তরুণী ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সে কাজের জন্য রবিবার রাতে বিহারের গয়ায় যাচ্ছিলেন। অভিযোগ, মধ্যরাতে পানাগড়ের উপর দিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের পাশে কাঁকসা থানা এলাকায় কয়েক জন মত্ত যুবক গাড়ি নিয়ে ওই তরুণীর পিছু নেয়।

ইভটিজিংয়ের হাত থেকে বাঁচতে দ্রুত গাড়ি চালাতে গয়ে উল্টে যায় সুতন্দ্রার গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। তাঁর দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সঙ্গে থাকা দুই সহকর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থলে থাকা তরুণীর নীল রঙের গাড়ি এবং অভিযুক্তদের সাদা রঙের গাড়ি আটক করে পুলিশ। এরপর থেকে জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি ঘটনার ২৪ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের কেন গ্রেফতার করা গেল না, তা নিয়ে প্রশ্ন তোলেন মৃতার মা তনুশ্রী চট্টোপাধ্যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হুগলি থেকে পানাগড় পৌঁছে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। থানায় যাওয়ার আগে মৃতার মা বলেন, “আমি দোষীদের কঠোর শাস্তি চাইছি। কিন্তু আমার মনে হচ্ছে, পুলিশ কিছু আড়াল করার চেষ্টা করছে। না হলে এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন কাউকে ধরতে পারল না? প্রশাসন বলে কিছু নেই”।

সোমবার সারাদিন এই অভিযোগকে কেন্দ্র করে চাপানউতরের পর এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনার সুনাল চৌধুরি। সিসিটিভি ফুটেজও প্রকাশ্য আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তরুণীর নীল রঙের গাড়িটি একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল রাত সাড়ে ১২ টা নাগাদ। অন্য একটি ফুটেজে দেখা গিয়েছে, তরুণীর নীল গাড়িটি সাদা গাড়িটির পিছনে ছিল। গতিও অনেক বেশি ছিল তরুণীর গাড়ির।

এবিষয়ে পুলিশ কমিশনার সুনাল চৌধরি বলেন, “জাতীয় সড়কের পাশের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তরুণীর গাড়িটিই সাদা গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। সেই সময় সাদা গাড়িটি রাস্তার পাশের একটি গলিতে ঢুকে যায়। তরুণীর গাড়িটিও ওই গলিতে ঢোকার চেষ্টা করে। কিন্তু ওদের গাড়িটি ঢুকতে পারেনি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। তার ফলেই ওই তরুণীর মৃত্যু। পানাগড়ের ঘটনায় ইভটিজিংয়েরও ঘটনা ঘটেনি”।

অন্যদিকে, তরুণীর সঙ্গে থাকা এক সহকর্মী মিন্টু মণ্ডল সোমবার সকালে জানিয়েছেন, “পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরেই ওদের (মত্ত যুবকদের) গাড়িটা আমাদের গাড়িতে এসে ধাক্কা দেয় প্রথমে। এরপর ডান দিক দিয়ে আমাদের গাড়িটাকে চাপতে থাকে ওরা। আমাদের গাড়িটা ডিভাইডারে প্রায় উঠেই গিয়েছিল। এরপর পাশ কাটিয়ে চলে যায় ওরা। ওই গাড়িতে পাঁচটা ছেলে ছিল। যাওয়ার সময় ম্যাডামের দিকে হাত নেড়ে অশ্লীল ইঙ্গিতও করছিল ওরা। গাড়িতে ম্যাডাম রয়েছে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম”।

মিন্টুর আরও দাবি, পাশ কাটিয়ে চলে যাওয়ার কিছু ক্ষণ পরে আবার কাছাকাছি চলে আসে মত্ত যুবকদের গাড়িটি। তাদের হাত থেকে বাঁচতে অন্য রাস্তা ধরেও লাভ হয়নি। সেখানেও পিছু ধাওয়া করে ধাক্কা দিয়ে তাঁদের গাড়িটি উল্টে দেওয়া হয় বলে জানিয়েছেন মিন্টু। গোটা ঘটনায় এখনও কেউ গ্রেফতার হননি। 

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in