Big News 2023: রাজনীতি থেকে খেলার ময়দান - ফিরে দেখা ২০২৩-র গুরুত্বপূর্ণ সব খবর

People's Reporter: ২০২৩ ভারতের জন্য একটি ঘটনাবহুল বছর। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান পাঠানো, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত - একাধিক সাফল্য অর্জন করেছে ভারত।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

শেষ হতে চলেছে আরও একটি বছর, ২০২৩ সাল। ভারতের জন্য এক ঘটনাবহুল বছর। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান পাঠানো, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত - এই বছরেই একাধিক সাফল্য অর্জন করেছে ভারত। পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মহিলা কুস্তিগীরদের রাস্তায় দীর্ঘদিন লড়াই সহ একাধিক বিষয়ে বিতর্কও তৈরি হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালের উল্লেখযোগ্য ঘটনা –

রাস্তায় আন্দোলনে পদকজয়ী কুস্তিগীররা –

বিজেপি সাংসদ এবং জাতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ আনেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিকদের মতো দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীররা। ব্রিজভূষণ শরণ সিংকে অপসারণের দাবিতে যন্তরমন্তরে প্রতিবাদ দেখায় কয়েকশ কুস্তিগীর। তীব্র প্রতিবাদের জেরে বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সরকার এবং পড়ে তাঁকে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

গ্রেফতার মণীশ সিসোদিয়া –

২৬ ফেব্রুয়ারি মদ নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় আম আদমি পার্টির দ্বিতীয় নেতা তথা দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। একাধিকবার জামিনের আবেদন করা সত্ত্বেও এখনও জামিন পাননি এই আপ নেতা।

ত্রিপুরায় সরকার গঠন বিজেপির–

মার্চ মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়ী হয় বিজেপি-আইপিএফটি জোট । ১৬ ফেব্রুয়ারি নির্বাচন হয়, ফল ঘোষণা হয় ২ মার্চ। ৬০ আসনের মধ্যে বিজেপি ৩২ আসনে জয়ী হয়।

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ –

২৩ মার্চ মোদী পদবী অবমাননা মামলায় সুরাটের এক আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। এরপরের দিন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের নির্দেশ দেন লোকসভার স্পীকার ওম বিড়লা।

গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই –

গত ১৫ এপ্রিল উত্তরপ্রদেশে প্রয়াগরাজে পুলিশের সামনেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফ আহমেদ। এক প্রাক্তন বিধায়কের হত্যা মামলার সাক্ষী উমেশ পালকে প্রকাশ্য দিবালোকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন সাংসদ আতিক আহমেদ ও তাঁর ভাইকে। মেডিক্যাল চেক আপে নিয়ে যাওয়ার সময় হাসপাতাল চত্বরে পুলিশের সামনেই আততায়ীদের গুলিতে নিহত হন দুই ভাই। এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। যোগী পুলিশকে নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।

জনসংখ্যার নিরিখে চিনকে ছাড়িয়ে গেল ভারত –

এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে ভারতের মোট জনসংখ্যা হল ১৪২.৮৬ কোটি। আর, চীনের মোট জনসংখ্যা হল ১৪২.৫৭ কোটি।

কর্ণাটকে বিজেপিকে সরিয়ে সরকার গড়ল কংগ্রেস -

মে মাসে হওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে মসনদ থেকে সরিয়ে সরকার গড়ে কংগ্রেস। সিনিয়র কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়।

জাতিগত হিংসায় জ্বলছে মণিপুর-

মে মাসের শুরু থেকেই জাতিগত হিংসায় জ্বলছে মণিপুর। মণিপুর হাইকোর্টের এক নির্দেশকে কেন্দ্র করে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় এই হিংসা। এখনও চলমান এই হিংসায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ ঘরছাড়া। নিখোঁজও বহু। বিরোধীরা মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন।

বাতিল করা হয়েছে ২০০০ টাকার নোট -

১৯ মে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ১ অক্টোবর, ২০২৩ থেকে এই নোট দিয়ে আর লেনদেন করা যাবে না বলে জানিয়েছে আরবিআই।

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত প্রায় ৩০০ জন -

২ জুন ওড়িশার বালাসোর জেলায় ৩টি ট্রেনের সংঘর্ষে ২৯৬ জন মানুষের মৃত্যু হয়। চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের সাথে একটি মালগাড়ির সংঘর্ষে এক্সপ্রেসের ২২টি বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায়, যেখানে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আসছিল। এই ঘটনায় রেলের পরিকাঠামোর তীব্র সমালোচনা শুরু হয় দেশজুড়ে। রেলের তরফ থেকে সিগনালিং ব্যবস্থার ত্রুটিকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছিল।

২৮ টি বিরোধী দলের যৌথমঞ্চ ‘ইন্ডিয়া’ গঠন –

জুলাই মাসে বেঙ্গালুরুতে হওয়া এক বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ২৮টি বিরোধী রাজনৈতিক দল এক ছাতার তলায় আসার সিদ্ধান্ত নেয়। কংগ্রেসের নেতৃত্বাধীন এই মঞ্চের নাম দেওয়া হয় INDIA - Indian National Developmental Inclusive Alliance। এখনও পর্যন্ত এই মঞ্চের চারটি বৈঠক হয়েছে। এই মঞ্চে কংগ্রেস ছাড়াও তৃণমূল, আপ, ডিএমকে, সিপিআইএম, জেডিইউ, আরজেডি, এসপি-র মতো দলগুলি রয়েছে।

প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ ভারতের -

২৩ আগস্ট ইতিহাস গড়ে ভারত। পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা দেয় চন্দ্রযান-৩। গোটা দেশজুড়ে পালিত হয় ইসরোর এই সাফল্য।

G20 শীর্ষ সম্মেলন আয়োজন করে ভারত -

৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করে ভারত। চিন বাদে জি-২০ সদস্য সমস্ত দেশের নেতারা এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। দুদিনের এই অনুষ্ঠানের জন্য ৪,১০০ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। দিল্লির প্রগতি ময়দানে ‘ভারত মণ্ডপম’ নামের একটি কনভেনশন সেন্টার তৈরি করা হয়। নয়াদিল্লির রাস্তা নতুন করে সাজানো হয়। এই সম্মেলন উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে ১২৫টি ফোয়ারা এবং ৭০টি বড় ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত –

এবছর পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। টানা ১১ ম্যাচ অসাধারণ পারফরম্যান্স করে ফাইনালে উঠে ভারত। যদিও শেষ হাসি হাসতে পারেনি মেন ইন ব্লু-রা। ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়া ফাইনালে ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। তবে একাধিক হৃদয় জয় করা অনেক মুহূর্ত তৈরি হয়েছে এই বিশ্বকাপে। কিংবদন্তী শচীন টেন্ডুলকারের ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তিনি। ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেন বোলার মহম্মদ শামি। ৩ ম্যাচ বসিয়ে রাখার পর সুযোগ দেওয়া হয়েছিল শামিকে। তা সত্ত্বেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী (২৪) হয়েছেন তিনি।

উত্তারখন্ডের টানেলে ১৭ দিন ধরে আটক ৪২ জন শ্রমিক –

১২ নভেম্বর গোটা দেশ যখন দীপাবলির আলোর রোশনাইয়ে মাতোয়ারা, তখন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় একটি নির্মাণাধীন টানেলের ভিতরে আটকে পড়েন ৪১ জন নির্মাণ শ্রমিক। টানা ১৭ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর উদ্ধার করা হয় তাঁদের। বিদেশ থেকে আনা হয় অভিজ্ঞ উদ্ধারকারী দল। ভঙ্গুর এলাকায় শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্ধারকারীরা। যদিও শেষে বর্তমানে নিষিদ্ধ দেশীয় র‍্যাট হোল মাইনিং পদ্ধতিতেই আটক শ্রমিকদের উদ্ধার করা হয়।

হিন্দি বলয়ের তিন রাজ্যে জয় বিজেপির, তেলেঙ্গানা দখল কংগ্রেসের -

৩ ডিসেম্বর একসাথে ৪ রাজ্যের নির্বাচনের ফল ঘোষিত হল। ছত্তিসগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে সরকার গড়ে বিজেপি। ছত্তিসগড়, রাজস্থানে ক্ষমতায় থাকা সত্ত্বেও আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস। তেলেঙ্গানায় কে সি আরের বিআরএস-কে সরিয়ে সরকার গড়ে কংগ্রেস। মিজোরামেও নির্বাচন হয়েছিল। ৪ ডিসেম্বর ফল ঘোষণা হয় সেখানে। মিজোরামেও সরকার বদল হয়েছে। এই নির্বাচনগুলিকে আগামী বছরের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসাবে দেখা হচ্ছে।

মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ-

টাকা দিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পীকার ওম বিড়লা। দুবাইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন মহুয়া বলে অভিযোগ। স্পীকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী। নতুন বছরের শুরুতে এই মামলার শুনানি হবে।

সংসদের নিরাপত্তা লঙ্ঘন -

১৩ ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকা লোকসভা কক্ষের গ্যালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে লাফিয়ে পড়েন দুই যুবক। এরপর কক্ষের মধ্যে হলুদ ধোঁয়া স্প্রে করতে থাকেন তাঁরা। সংসদের বাইরে স্লোগান দিতে শুরু করেন আরও দুজন। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে কর্ণাটকের মাইসুরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার থেকে পাস পেয়েছিলেন যুবকরা। পুলিশ সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কোনও চাকরি পাচ্ছিলেন না ধৃতরা, হতাশায় ভুগছিলেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনায় হুলুস্থুলু পড়ে যায় দেশজুড়ে। অবাক হয়েছেন সাংসদরাও।

সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড ১৪৬ বিরোধী সাংসদ-

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চেয়ে বিক্ষোভ দেখানোর জেরে সংসদের দুই কক্ষ থেকে মোট ১৪৬ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথম। বিরোধীশূন্য অবস্থাতেই ক্রিমিনাল ল বিল, টেলিকমিউনিকেশন বিল, ইলেকশন কমিশনার নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদের দুই কক্ষে।

WFI-র নতুন সভাপতি নির্বাচন ঘিরে বিতর্ক –

২০ ডিসেম্বর ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদের নির্বাচনে জয়ী হয়েছেন ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। এর প্রতিবাদে কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক। পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন আর এক অলিম্পিক পদকজয়ী কুস্তীগির বজরং পুনিয়া। প্রতিবাদ জানিয়ে অর্জুন পুরস্কার, খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুস্তিগীর ভিনেশ ফোগত।

ছবি প্রতীকী
জুতো পায়ে উচ্চবর্ণের মহল্লা দিয়ে হেঁটে প্রাক-স্বাধীনতা যুগের 'নিষেধাজ্ঞা' ভাঙলেন দলিতরা
ছবি প্রতীকী
UGC: এমফিল কোর্সের বৈধতা থাকছে না, আর ভর্তি নয় - সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ ইউজিসি-র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in