UGC: এমফিল কোর্সের বৈধতা থাকছে না, আর ভর্তি নয় - সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ ইউজিসি-র

People's Reporter: ইউজিসি এর আগে সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে এমফিল ডিগ্রি কোর্স না চালানোর নির্দেশ দিয়েছিল। যদিও কমিশনের নির্দেশ জারি করা সত্ত্বেও কিছু বিশ্ববিদ্যালয় এখনও এই কোর্স চালিয়ে যাচ্ছে।
ইউজিসি
ইউজিসিফাইল ছবি দ্য প্রিন্ট-এর সৌজন্যে

এম ফিল ডিগ্রি কোর্সে আর ভর্তি হবেন না। কারণ এই ডিগ্রির আর স্বীকৃতি থাকবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ছাত্রছাত্রীদের একথা জানানো হয়েছে।

ইউজিসি এর আগে সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে এমফিল ডিগ্রি কোর্স না চালানোর নির্দেশ দিয়েছিল। যদিও কমিশনের নির্দেশ জারি করা সত্ত্বেও কিছু বিশ্ববিদ্যালয় এখনও এই কোর্স চালিয়ে যাচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এম জগদীশ কুমার বলেন, “ইউজিসি ২০২৪-২৫ সেশনের জন্য এমফিল-এ ভর্তি বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে ব্যবস্থা নেবার কথা জানিয়েছে। তবে, যেসব ছাত্র-ছাত্রী ইতিমধ্যেই এমফিল করেছেন বা করছেন সেইসব শিক্ষার্থীরা এই নির্দেশে প্রভাবিত হবে না।

বর্তমান শিক্ষার্থীদের এমফিল ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হলে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র কমিশন কর্তৃক নির্দিষ্ট ডিগ্রিই প্রদান করতে পারে। ইউজিসি-র (পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান এবং পদ্ধতি) নিয়মবিধি ৭ নভেম্বর, ২০২২-এ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

অধ্যাপক কুমার বলেন, উপরোক্ত বিজ্ঞপ্তির ১৪ নং বিধিতে বলা হয়েছে যে পিএইচডি-র নতুন বিজ্ঞাপনের আগে যারা এমফিল শুরু করেছেন তাদের কোর্স চালু থাকবে।

নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন জারি হওয়ার আগে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন, তাদের ডিগ্রি শেষ করতে দেওয়া হবে এবং এমফিল ডিগ্রি দেওয়া হবে। তবে এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, উপরোক্ত বিধি প্রকাশের পর সারাদেশে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমফিল ডিগ্রি দিতে পারবে না।

ইউজিসি
জুতো পায়ে উচ্চবর্ণের মহল্লা দিয়ে হেঁটে প্রাক-স্বাধীনতা যুগের 'নিষেধাজ্ঞা' ভাঙলেন দলিতরা
ইউজিসি
Bihar: ৩.৫ লক্ষ অস্থায়ী শিক্ষককে স্থায়ী কর্মচারীর মর্যাদা, লোকসভা ভোটের আগে বড় পদক্ষেপ নীতিশ কুমারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in