Billionaire: ভারতে বিলিওনেয়ার মন্ত্রী ৩৬ জন, শীর্ষে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ

People's Reporter: ADR-এর সমীক্ষা অনুসারে সারা দেশে মোট মন্ত্রীর সংখ্যা ৬৪৩ জন। এদের মধ্যে ১০০ কোটি বা তার বেশি সম্পদের অধিকারী মন্ত্রী ৩৬ জন এবং দেশের ৬৪৩ জন মন্ত্রীর মোট সম্পদ ২৩,৯২৯ কোটি টাকা।
ডাঃ চন্দ্রশেখর পেম্মাসানি (বাঁ দিকে) ও ডি কে শিবকুমার (ডান দিকে)
ডাঃ চন্দ্রশেখর পেম্মাসানি (বাঁ দিকে) ও ডি কে শিবকুমার (ডান দিকে)ফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on

ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যদের মধ্যে ১০০ কোটি বা তার বেশি সম্পদের (Billionaire) অধিকারী ৩৬ জন। এদের মধ্যে ১৪ জন বিজেপির (BJP), ১১ জন কংগ্রেসের (Congress), তেলেগু দেশম পার্টির (TDP) ৬ জন এবং আম আদমি পার্টি (AAP), জনসেনা পার্টি (Janasena Party), জেডিএস (JDS), এনসিপি (NCP) ও শিবসেনার (Shiv Sena) ১ জন করে মন্ত্রী আছেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর করা সাম্প্রতিক এক সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে।

এডিআর-এর সমীক্ষা অনুসারে সারা দেশে বিভিন্ন রাজ্য, কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট মন্ত্রীর সংখ্যা ৬৪৩ জন। এদের মধ্যে ১০০ কোটি বা তার বেশি সম্পদের অধিকারী মন্ত্রী সংখ্যা ৩৬ জন এবং দেশের ৬৪৩ জন মন্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২৩,৯২৯ কোটি টাকা।

সমীক্ষা জানাচ্ছে দেশের মধ্যে ধনীতম মন্ত্রীর নাম ডাঃ চন্দ্রশেখর পেম্মাসানি। অন্ধ্রপ্রদেশের গুন্টুর লোকসভা থেকে নির্বাচিত তেলেগু দেশম সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী পেম্মাসানির মোট সম্পদের পরিমাণ ৫,৭০৫ কোটি টাকা। রাজনীতি ছাড়াও পেন্নাসানি একজন চিকিৎসক এবং বর্তমানে তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। এই কংগ্রেস নেতা ও বিধায়কের মোট সম্পদের পরিমাণ ১,৪১৩ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম নেতা এন চন্দ্রবাবু নাইডু। যার মোট সম্পদের পরিমাণ ৯৩১ কোটি টাকা। তিনি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সম্পদের নিরিখে শীর্ষে।

এই তিনজন ছাড়া তালিকায় প্রথম ১০ জনের মধ্যে আছেন অন্ধ্রপ্রদেশের নারায়ণা পোঙ্গুরু (৮২৪ কোটি) ও নারা লোকেশ (৫৪২ কোটি), তেলেঙ্গানার গদ্দাম বিবেকানন্দ (৬০৬ কোটি) ও পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি (৪৩৩ কোটি), কর্ণাটকের সুরেশা বি এস (৬৪৮ কোটি), মহারাষ্ট্রের মঙ্গল প্রভাত লোধা (৪৪৭ কোটি) এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (৪২৪ কোটি)।

মন্ত্রীদের রাজ্য ভিত্তিক তালিকা অনুসারে সবথেকে বেশি বিলিওনেয়ার আছেন কর্ণাটকে। মোট ৮ জন। এরপরেই স্থান অন্ধ্রপ্রদেশের, সেখানে বিলিওনেয়ার আছেন ৬ জন। এছাড়া মহারাষ্ট্রে আছেন ৪ জন। অরুণাচল প্রদেশ, দিল্লি হরিয়ানা এবং তেলেঙ্গানায় ২ জন করে, গুজরাট, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবে ১ জন করে।

ডাঃ চন্দ্রশেখর পেম্মাসানি (বাঁ দিকে) ও ডি কে শিবকুমার (ডান দিকে)
ADR: দেশের সবথেকে গরীব বিধায়ক বাংলাতেই, সম্পত্তি মাত্র ১৭০০ টাকা, সবথেকে ধনী বিধায়কের সম্পত্তি কত?
ডাঃ চন্দ্রশেখর পেম্মাসানি (বাঁ দিকে) ও ডি কে শিবকুমার (ডান দিকে)
ADR Report: ৬ জাতীয় রাজনৈতিক দলের মোট আয়ের ৭৫ শতাংশই বিজেপির ঘরে, আয়ের চেয়ে ব্যয় বেশি আপ-এর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in