Bihar Polls 25: এনডিএ শিবিরে আসন ভাগাভাগি নিয়ে বিবাদ তুঙ্গে, চলছে চিরাগ পাসোয়ানের সঙ্গে দর কষাকষি

People's Reporter: এনডিএ শিবিরে সব থেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছেন জোট সঙ্গী এলজেপি (রামবিলাস) দলের নেতা চিরাগ পাসোয়ান। যিনি তাঁর দাবীমত আসন না পেলে এককভাবে লড়তে পারেন বলে আগাম জানিয়ে রেখেছেন।
মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান ফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on
Summary

* সর্বাধিক ৫৪, কমপক্ষে ৪৫ আসনের দাবি চিরাগ পাসোয়ানের।

* চিরাগকে ২৫-এর বেশি আসন ছাড়তে নারাজ বিজেপি।

* বিজেপি ও জেডিইউ লড়তে পারে ১০১ ও ১০২ আসনে।

* জিতন রাম মাঝি, উপেন্দ্র কুশহাওয়া পেতে পারেন ৭টি করে আসন।

* এনডিএ শিবিরে আসন ভাগাভাগির জট এখনও কাটেনি।

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ ঐক্যবদ্ধ হয়ে এবং নেতৃত্বের স্বচ্ছতা নিয়ে নির্বাচনে লড়াই করতে নামবে এনডিএ শিবির। মঙ্গলবার এই দাবি করেছেন বিজেপি নেতা ও রাজ্যসভা সাংসদ সুধাংশু ত্রিবেদী। তাঁর মতে এনডিএ ঐক্যবদ্ধ হলেও বিরোধী মহাজোট (মহাগোটবন্ধন) শিবির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ছত্রভঙ্গ হয়ে আছে। নেতৃত্বের প্রশ্নেও বিরোধী শিবিরে দিশাহীনতা আছে বলে গতকাল জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন বিজেপি নেতা।

যদিও বিরোধী শিবিরের দিকে আঙুল তুললেও আসন বন্টন নিয়ে চরম টানাপোড়েন চলছে এনডিএ শিবিরেও। এই মুহূর্তে এনডিএ শিবিরে সব থেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছেন জোট সঙ্গী এলজেপি (রামবিলাস) দলের নেতা চিরাগ পাসোয়ান। যিনি তাঁর দাবীমত আসন না পেলে এককভাবে লড়তে পারেন বলে আগাম জানিয়ে রেখেছেন। বিগত লোকসভা নির্বাচনে পাঁচ আসনে জয়ী চিরাগ পাসোয়ানকে এই মুহূর্তে চটাতেও চাইছে না এনডিএ শিবির। কারণ তাঁর পক্ষে বিহারের প্রায় ৬ শতাংশ ভোট আছে।

গতকালের সাংবাদিক সম্মেলনে সুধাংশু ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহারের আসন্ন নির্বাচনে এনডিএ ভালো ফল করবে। সাম্প্রতিক বেশ কিছু জনমত সমীক্ষাতেও তেমনই জানা গেছে। অন্যদিকে বিরোধী জোট ছত্রভঙ্গ হয়ে রয়েছে একাধিক বিষয়ে।

বিরোধী জোটে আসন রফা নিয়ে জট আছে একথা যতটা সত্যি, ঠিক ততটাই সত্যি হল জট আছে এনডিএ শিবিরেও। কারণ গতবার নীতিশ কুমারের জেডিইউ-এর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন চিরাগ পাসোয়ান। বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও তিনি প্রতিটি কেন্দ্রে জেডিইউ-এর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিলেন। সেবার মোট ১৩৪ আসনে লড়াই করে চিরাগের দল মাত্র ১ আসনে জয়ী হলেও আটকে গেছিল জেডিইউ। ফলস্বরূপ জেডিইউ-এর আসনসংখ্যা ৪৩-এই আটকে যায়। অনেক বেশি আসনে জয়ী হয় বিজেপি।

এখনও পর্যন্ত যা খবর তাতে, চিরাগকে সামলানো যায়নি। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষিত হয়ে গেলেও কত আসন পাবেন চিরাগ পাসোয়ান তা স্পষ্ট নয়। বরং নিজের দাবির তুলনায় কম আসনের কথায় বেশ ক্ষুব্ধ চিরাগ পাসোয়ান। চিরাগ পাসোয়ানের দাবি সর্বাধিক ৫৪, সর্বনিম্ন ৪৫ আসনের। মঙ্গলবারই বিহার ভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠকে বসলেও সমাধান সূত্র এখনও বেরোয়নি। সূত্র অনুসারে, ওই বৈঠকে চিরাগ পাসোয়ানকে ২৫ আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে চিরাগ পাসোয়ানের মতামত জানা যায়নি। কারণ তিনি বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।

রাজনৈতিক মহলে কানাঘুষো, শেষ মুহূর্তে প্রশান্ত কিশোরের জন সূরজের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নামতে পারে চিরাগ পাসোয়নের এলজেপি। সেক্ষেত্রে বিহারের নির্বাচন অন্য মাত্রা পেয়ে যাবে এবং প্রত্যেকটি দলের কাছেই লড়াই অনেকটাই কঠিন হবে। যদিও প্রশান্ত কিশোর গতকালও জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে আগ্রহী নন।

অন্যদিকে এনডিএ-র অন্য দুই জোটসঙ্গী জিতন রাম মাঝির হিন্দুস্থান আওয়ামী মোর্চা এবং উপেন্দ্র কুশহাওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চার দাবি আরও বেশি আসনের। জিতন রাম মাঝির দাবি কমপক্ষে ১৫ আসন। যদিও বিজেপি জানিয়েছে হ্যামকে ৭টির বেশি আসন দেওয়া সম্ভব নয়। কুশহাওয়ার আরএলএম-ও পেতে পারে সর্বাধিক ৭ আসন। এছাড়াও উত্তরপ্রদেশে এনডিএ সরকারের জোটসঙ্গী ওমপ্রকাশ রাজভর-ও বিহারে কিছু আসনের দাবি জানিয়েছেন। যা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।

বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। এখনও পর্যন্ত এনডিএ শিবিরে যা আলোচনা হয়েছে তাতে জেডিইউ এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ১০২ এবং ১০১ আসনে। সেক্ষেত্রে বাকি পড়ে থাকে ৪০ আসন। এই আসনের মধ্যে থেকেই ভাগ বাঁটোয়ারা হবে এলজেপি (রামবিলাস), হ্যাম এবং আরএলএম-এর মধ্যে। সেই ভাগাভাগিতে শরিকরা তুষ্ট হবে অথবা অন্য পথ বেছে নেবে তা এখনও স্পষ্ট নয়। চূড়ান্ত ছবি স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে। এর জন্য অপেক্ষা করতে হবে আগামী আরও কয়েকটা দিন।

গত লোকসভা নির্বাচনে বিহারে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ২০.৫২%, জেডিইউ-র ১৮.৫২ শতাংশ, এলজেপি (রামবিলাস)-এর ৬.৪৭ শতাংশ, হ্যাম-এর ১.১৪ শতাংশ এবং আরএলএম-এর ০.৫৮ শতাংশ। এই হিসেব অনুসারে বিধানসভা ভিত্তিকভাবে জেডিইউ এগিয়ে আছে ৭৪ আসনে, বিজেপি ৬৭ আসনে, এলজেপি ২৯ আসনে, হ্যাম ৪ আসনে। লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এনডিএ শিবির এগিয়ে ১৭৪ আসনে। যদিও লোকসভা নির্বাচনের ফলাফল এবং বিধানসভা নির্বাচনের ফলাফলে বিস্তর ফারাক থাকবে বলেই রাজনৈতিক মহলের অভিমত।

মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
Bihar Polls 25: বিহার ভোটে চিরাগ-প্রশান্ত কিশোর জোটের গুঞ্জন! NDA শিবিরে ফাটল?
মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
Bihar Polls 25: মহাজোটে আসন কাঁটা - বেশি আসনের দাবিতে অনড় সিপিআইএমএল, রাজি নয় আরজেডি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in