আলিয়া ভাট, সাক্ষী মালিক, আসমা খান - TIME-এর ১০০ প্রভাবশালীর তালিকায় ৮ ভারতীয়

People's Reporter: প্রতিবছরই টাইম ম্যাগাজিন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। সম্পত্তি, বিশ্বজুড়ে প্রভাব ইত্যাদির ভিত্তিতে উঠে আসে দেশ-বিদেশের নানা প্রভাবশালীদের নাম।
আলিয়া ভাট, সাক্ষী মালিক
আলিয়া ভাট, সাক্ষী মালিকছবি - সংগৃহীত

প্রতিবছরই মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। সম্পত্তি, বিশ্বজুড়ে প্রভাব ইত্যাদির ভিত্তিতে উঠে আসে দেশ-বিদেশের নানা প্রভাবশালীদের নাম। বুধবার প্রকাশিত হয়েছে টাইম ম্যগাজিন ২০২৪ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম। সেই তালিকায় স্থান পেয়েছেন  আলয়া ভাট, সাক্ষী মালিক সহ ৮ জন ভারতীয়।

টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২০২৪ –এর সংস্করণ অনুসারে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অলিম্পিক্স পদকজয়ী ভারতের প্রথম মহিলা কুস্তীগির সাক্ষী মালিক, ভারতীয়-ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল, মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বঙ্গা।

এছাড়াও, ওই তালিকায় রয়েছেন মার্কিন ডিপার্টমেন্ট অফ এনার্জির লোন প্রোগ্রাম অফিসের পরিচালক জিগার শাহ, ইয়েল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যার ও পদার্থবিদ্যার অধ্যাপক প্রিয়মভাদা নটরাজন এবং ভারতীয় বংশোদ্ভূত রেস্তোরাঁ মালিক আসমা খান।

টাইম ম্যগাজিনে জায়গা পাওয়ার পর পরিচালক, প্রযোজক এবং লেখক টম হার্পার আলিয়াকে 'দুর্দান্ত প্রতিভা' হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, "এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্র শিল্পে আলিয়া তাঁর অসাধারণ কাজের জন্য প্রশংসিত। উনি কেবল বিশ্বের শীর্ষস্থানীয় অভিনেতাদের মধ্যে একজনই নন, উনি একজন সফল ব্যবসায়ী এবং একজন সমাজসেবীও বটে, যিনি সততার সাথে সবকিছু পরিচালনা করেন।"

দেব প্যাটেলের শৈল্পিক কাজ সম্পর্কে, অস্কার-মনোনীত অভিনেতা ড্যানিয়েল কালুইয়া লেখেন, “দেবের মানবতা প্রতিবারই উজ্জ্বল হয়ে ওঠে যখন তিনি পর্দায় আসে। তাঁর সর্বশেষ অভিনীত মাঙ্কি ম্যান আমার অত্যন্ত প্রিয়।“

মাইক্রোসফটের সিইও নাদেলা সম্পর্কে কথা বলতে গিয়ে টাইম বলেছে, “উনি আমাদের ভবিষ্যত গঠনে গভীরভাবে প্রভাবশালী।"

অলিম্পিয়ান সাক্ষী মালিককে টাইম ভারতের "সবচেয়ে বিখ্যাত কুস্তিগীর" হিসাবে বর্ণনা করেছেন, যিনি মহিলা ক্রীড়াবিদদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ভারতীয় রেসলিং ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজ ভূষণ সিংকে অবিলম্বে গ্রেপ্তার এবং পদত্যাগের দাবিতে রাস্তায় বসে দীর্ঘদিন প্রতিবাদ করেছিলেন।

আলিয়া ভাট, সাক্ষী মালিক
Aamir Khan: মোদী বিরোধী প্রচার আমির খানের! ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তিতে অভিনেতা, দায়ের FIR
আলিয়া ভাট, সাক্ষী মালিক
Lok Sabha Polls 24: প্রচারে গিয়ে মাঠে কাজ করলেন হেমা মালিনী, ফসল হাতে ছবিও তুললেন অভিনেত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in