Aamir Khan: মোদী বিরোধী প্রচার আমির খানের! ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তিতে অভিনেতা, দায়ের FIR

People's Reporter: আমির খান ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেলে এফ আই আর দায়ের করেছেন।
আমির খান
আমির খানছবি - সংগৃহীত

আসন্ন লোকসভা নির্বাচনে মোদী বিরোধী প্রচারের সামিল হয়েছেন আমির খান! ভাইরাল হওয়া ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে। কিন্তু সেই ভিডিও ভুয়ো, ডিপফেকের কারসাজি বলে আমির খান নিজেই দাবি করেছেন। পাশাপাশি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায় একটি বিজ্ঞাপনী প্রচার করছেন আমির খান। ওই বিজ্ঞাপনী প্রচারে আমিরকে মোদীর দেওয়া ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে দেখা যায়। কেন এখনও প্রত্যেক ভারতীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা আসেনি, তা নিয়ে প্রশ্ন করতে দেখা যায় তাঁকে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে পুরোটাই রাজনৈতিক বার্তা দেন 'দঙ্গল' অভিনেতা। নির্বাচনের আগে আমিরের এই 'ভুয়ো' ভিডিও নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

আমির খান ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেলে এফ আই আর দায়ের করেছেন। এই প্রসঙ্গে তিনি জানান, ওই ভিডিওটি ভুয়ো ভিডিও। তিনি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কোনওদিনই প্রচার করেননি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই ভিডিও বানানো হয়েছে।

বলিউড অভিনেতা আরও জানান, তিনি সবসময়ই নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনের প্রচার করেন। তরুণ প্রজন্মের মধ্যে নির্বাচন সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করতে তাঁর মুখকে কাজে লাগানো হয়। কিন্তু রাজনৈতিক দলের হয়ে সরাসরি কোনওদিন তিনি প্রচার করেননি।

আমির খান
Lok Sabha Polls 24: উত্তরপ্রদেশে লড়বেন রাহুল অথবা প্রিয়াঙ্কা! মন্তব্য এ কে অ্যান্টনির
আমির খান
Lok Sabha Polls 24: প্রচারে গিয়ে মাঠে কাজ করলেন হেমা মালিনী, ফসল হাতে ছবিও তুললেন অভিনেত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in