Lok Sabha Polls 24: প্রচারে গিয়ে মাঠে কাজ করলেন হেমা মালিনী, ফসল হাতে ছবিও তুললেন অভিনেত্রী
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলগুলি। এবার প্রচারের মাঝেই উত্তরপ্রদেশের গম ক্ষেত পরিদর্শন করলেন এবং ফসল কাটলেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী তথা মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন ড্রিমগার্ল।
এক হাতে কিছু কাটা গমের শিষ এবং অন্য হাতে কাস্তে ধরা একাধিক ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে হেমা মালিনী লেখেন, "আজ আমি মাঠে গিয়েছিলাম সেই কৃষকদের সাথে আলাপ করতে যাদের সাথে আমি এই ১০ বছর ধরে নিয়মিত দেখা করে আসছি। ওঁরা আমাকে ওঁদের মাঝে দেখে খুব খুশি এবং জোরাজুরি করলেন যে আমি ওঁদের সাথে পোজ দিয়ে ছবি তুলি। আমি তাই করেছি।"
উত্তরপ্রদেশের মথুরার দুবারের সাংসদ হেমা মালিনী। ২০১৪ সালে ওই কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে ভোটে জিতে সাংসদ হন অভিনেত্রী। ২০১৯ সালেও নির্বাচিত হন তিনি। আসন্ন লোকসভা ভোটে তাঁকে ফের ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।
২০১৯ সালের লোকসভা ভোটের আগেও হেমা মালিনীর এই ফসল কাটার ছবি ভাইরাল হয়েছিল। যা দেখে বিরোধীরা তীব্র কটাক্ষ করেছিলেন তাঁকে।
উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মথুরা ছিল বিজেপিদের শক্ত ঘাঁটি। কিন্তু ২০০৪ সালে ওই কেন্দ্র কংগ্রেসের দখলে চলে যায়। এরপর ২০০৯ সালে ওই কেন্দ্রে আরএলডি'র জয়ন্ত চৌধুরী সাংসদ হন। এবার আরএলডি এনডিএ জোটের সাথেই গাঁটছড়া বেঁধেছে।
আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে উত্তরপ্রদেশে। ৮০ টি আসনের উত্তরপ্রদেশে মোট সাত দফাতেই ভোট হবে। মথুরায় দ্বিতীয় দফায় ভোট হবে অর্থাৎ ২৬ এপ্রিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন