
কেবল ২০২৩ সালেই ১০ হাজার ৭৮৬ জন কৃষক ও কৃষিশ্রমিক আত্মহ*ত্যা করেছেন। এর মধ্যে ৪,৬৯০ জন কৃষক এবং ৬,০৯৬ জন কৃষি শ্রমিক রয়েছেন। এনসিআরবি-র রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (এনসিআরবি)-র ২০২৩ সালের অপরাধমূলক বার্ষিক পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, কেবল ২০২৩ সালেই দেশে ১০ হাজার ৭৮৬ জন কৃষক ও কৃষিশ্রমিক আত্মহ*ত্যা করেছেন। যা দেশের মোট আত্মহত্যার সংখ্যা (১ লক্ষ ৭১ হাজার ৪১৮)-র ৬.৩ শতাংশ।
সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। সেখানে ৪ হাজার ১৫১ জন কৃষক-কৃষিশ্রমিক আত্মহ*ত্যা করেছেন। কৃষিক্ষেত্রে মোট আত্মহ*ত্যার ৩৮ শতাংশেরও বেশি এখানে হয়েছে। এরপরেই রয়েছে যথাক্রমে কর্ণাটক (২,৪২৩), অন্ধ্রপ্রদেশ (৯২৫), মধ্যপ্রদেশ (৭৭৭) এবং তামিলনাড়ু (৬৩১)। মহারাষ্ট্র ও কর্ণাটকে কৃষি শ্রমিকদের তুলনায় কৃষকদের আত্মহ*ত্যার হার বেশি, যেখানে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে কৃষি শ্রমিকদের আত্মহ*ত্যার হার বেশি।
তবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কৃষকদের আত্মহ*ত্যার সংখ্যা ৪% এরও বেশি কমেছে। ২০২২ সালে কৃষিকাজের সাথে জড়িত ১১ হাজার ২৯০ জন ব্যক্তি আত্মহ*ত্যা করেছিলেন। ২০২২ সালেও তালিকায় শীর্ষে ছিল মহারাষ্ট্র এবং কর্ণাটক।
কৃষি-সম্পর্কিত আত্মহ*ত্যাকে দুটি বিভাগে শ্রেণীবদ্ধ করে এনসিআরবি। একটি হল কৃষক আত্মহত্যা – যাঁরা কৃষিশ্রমিকদের সাহায্য নিয়ে কিংবা তাঁদের সহায়তা ছাড়াই নিজস্ব জমিতে চাষ করেন। অপরটি হল কৃষি শ্রমিক আত্মহ*ত্যা - যাঁরা মূলত অন্যের কৃষিক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজ করেন।
এই বিপুল সংখ্যক আত্মহ*ত্যার কারণ হিসেবে বিশেষজ্ঞদের অনুমান, তুলা এবং আখের মতো অর্থকরী ফসলের উপর নির্ভরশীলতাই কৃষকদের দুর্দশার প্রধান কারণ। এই চাষের জন্য প্রয়োজনীয় উপকরণে বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়। যার জন্য কৃষকদের মহাজনের উপর নির্ভর করতে হয়। চড়া সুদে টাকা ধার নেন তাঁরা। এরপর লাভজনক ফসল না হলেই কৃষকরা চরম পদক্ষেপ নিতে বাধ্য হন।
তবে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২৩ সালে কোনও কৃষক এবং কৃষি শ্রমিকের আত্মহ*ত্যার ঘটনা ঘটেনি। সেগুলো হল - পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, চণ্ডীগড়, দিল্লি (কেন্দ্রশাসিত অঞ্চল) এবং লাক্ষাদ্বীপ।
উল্লেখ্য, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে দেশে ১০,৮৮১ জন কৃষক ও কৃষিশ্রমিক আত্মহ*ত্যা করেছেন। ২০২০ সালে ১০,৬৭৭ জন; ২০১৯ সালে ১০,২৮১ জন; ২০১৮ সালে ১০,৩৪৯ জন; ২০১৭ সালে ১০,৬৫৫ জন; ২০১৬ সালে ১১,৩৭৯ জন; ২০১৫ সালে ১২,৬০২ জন কৃষক ও কৃষিশ্রমিক আত্মহ*ত্যা করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন