People's Reporter: ফেলে গেলেন দু’কামরার ফ্ল্যাটে ছড়িয়ে ছিটিয়ে রাখা অসংখ্য স্মৃতিচিহ্ন। রাস্তার দু’ধারে অগণিত মানুষ মুষ্ঠিবদ্ধ হাতে শ্লোগান তুলে শেষ বিদায় জানালেন প্রিয় নেতাকে। বহু মানুষেরই চোখে জল।
People's Reporter: পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত ১১ বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।
People's Reporter: শেষ কয়েক বছর সক্রিয় রাজনীতি থেকে অনেক দূরে। শারীরিক সমস্যার কারণে বাড়িতেই থাকেন। ইদানীং বিছানায় শুয়েই দিন কাটে তাঁর। শেষবার মহাকরণ ছেড়েছিলেন ২০১১ তে। তবু এখনও অটুট তাঁর জনপ্রিয়তা।