CPIM Digital: "এ লড়াই জিততে হবে!" - AI প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী ময়দানে হাজির বুদ্ধদেব ভট্টাচার্য

People's Reporter: শেষ কয়েক বছর সক্রিয় রাজনীতি থেকে অনেক দূরে। শারীরিক সমস্যার কারণে বাড়িতেই থাকেন। ইদানীং বিছানায় শুয়েই দিন কাটে তাঁর। শেষবার মহাকরণ ছেড়েছিলেন ২০১১ তে। তবু এখনও অটুট তাঁর জনপ্রিয়তা।
এ আই প্রযুক্তিতে সিপিআইম ডিজিটালের ফেসবুক পেজে বুদ্ধদেব ভট্টাচার্য
এ আই প্রযুক্তিতে সিপিআইম ডিজিটালের ফেসবুক পেজে বুদ্ধদেব ভট্টাচার্যছবি সিপিআইএম ডিজিটাল ফেসবুক পেজ থেকে স্ক্রীনশট

“নমস্কার। নতুন বছরের শুভেচ্ছা সকলকে। কেমন আছেন সবাই? দেশ, দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের সত্যিই দুষ্কর! কী ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়!” শুক্রবার সন্ধ্যে ৬টায় সিপিআইএম ডিজিটালের ফেসবুক পেজে এই বার্তা আসতেই চমকে ওঠেন অনেকেই। কারণ বার্তাটি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও সরাসরি তিনি এই বার্তা দেননি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভরা বাজারে যা নিঃসন্দেহে এক বড়ো চমক।

শেষ কয়েক বছর তিনি সক্রিয় রাজনীতি থেকে অনেক দূরে। শারীরিক সমস্যার কারণে বাড়িতেই থাকেন। ইদানীং বিছানায় শুয়েই দিন কাটে তাঁর। শেষবার মহাকরণ থেকে বেরিয়ে এসেছিলেন ২০১১ তে। শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে ২০১৯-এ বামেদের ব্রিগেড সমাবেশে হাজির হলেও নামতে পারেননি গাড়ি থেকে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগের ব্রিগেড সমাবেশে তাঁর পাঠানো বার্তা পাঠ করা হয়েছিল। এমনকি চলতি বছরের জানুয়ারিতে ব্রিগেডে ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রার শেষে সমাবেশেও তাঁর বার্তা পাঠ করা হয়। যা প্রমাণ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও তাঁর রাজনৈতিক সচেতনতা এখনও প্রখর।

এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের এআই জেনারেটেড ভিডিও বার্তায় বলা হয়, “রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে উঠেছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোটোছোটো ছেলেমেয়েদের চাকরি হবে!”

ওই বার্তায় আরও বলা হয়, “ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ, দুর্নীতিগ্রস্ত বিজেপি! নোটবন্দি করলো, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকটোরাল বন্ডের মতো দুর্নীতি! দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের, ধুঁকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি, RSS. মনে রাখবেন, তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত। কে এই নরেন্দ্র মোদি? কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেননা। এই নির্বাচনে জয়ী করুন বামগণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে!”

গত মার্চ মাসেই সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে সমতা নামক এক কাল্পনিক চরিত্রের মাধ্যমে বার্তা দেওয়া শুরু হয়। যা বর্তমানে চালু আছে। সাম্প্রতিক সময়ে পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন সমস্ত নির্বাচনেই প্রচারে নতুন চমক থাকে এই রাজ্যের বামেদের। ২০২৪ লোকসভা নির্বাচনেও সেই ধারা অপরিবর্তিত রেখেছে সিপিআইএম ডিজিটাল। কর্মিসভা থেকে শুরু করে জনসভা সব জায়গাতেই বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে জোর দিতে দেখা যাচ্ছে বামেদের। সেই প্রযুক্তির ওপর ভরসা করে নতুন এআই সঞ্চালক তৈরি করেছে সিপিআইএম। সিপিআইএম-র অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এখন খবর জানাচ্ছে সমতা। এবার সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বুদ্ধদেব ভট্টাচার্যকে নির্বাচনী ময়দানে হাজির করলো বঙ্গ সিপিআইএম।

প্রকাশিত হবার পর প্রথম ৩০ মিনিটে এই ভিডিও সিপিআইএম ডিজিটাল পেজ থেকে শেয়ার হয়েছে ৮০০-র বেশি। প্রায় দেড় হাজার মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এই ভিডিওতে। মন্তব্য করেছেন ২৫০ জনের বেশি। যা প্রমাণ করে দিয়েছে সক্রিয় রাজনীতির ময়দান থেকে বহুদূরে থাকলেও এখনও তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত।

এ আই প্রযুক্তিতে সিপিআইম ডিজিটালের ফেসবুক পেজে বুদ্ধদেব ভট্টাচার্য
CPIM: মোদী-মমতাকে আটকাতে প্রচারে 'সমতা'! প্রযুক্তিকে হাতিয়ার করে নতুন চমক রাজ্য সিপিআইএম-এর
এ আই প্রযুক্তিতে সিপিআইম ডিজিটালের ফেসবুক পেজে বুদ্ধদেব ভট্টাচার্য
Lay Off: ঝড়ের গতিতে ছাঁটাই - ২০২৪-এর প্রথম ৪ মাসে বিশ্বজুড়ে কর্মহীন ৮০ হাজার তথ্যপ্রযুক্তি কর্মী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in