
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। ইসরোর নয়া চেয়ারম্যান হিসাবে এবার থেকে দায়িত্ব সামলাবেন ভি নারায়ণ। পাশাপাশি, তিনি মহাকাশ সচিবের দায়িত্বও সামলাবেন। আগামী ১৪ জানুয়ারি দায়িত্ব ছাড়বেন ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। সেদিনই নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন ভি নারায়ণ।
মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে কেন্দ্রের মন্ত্রিসভা কর্তৃক নিয়োগ করা কমিটি। ওই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দু’বছরের জন্য ইসরো চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন নারায়ণ। ভি নারায়ণ লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার (এলপিএসসি) –এর প্রধান ছিলেন।
এছাড়া ভ্যামিয়ামারার দায়িত্বও সামলেছেন তিনি। দেশের ক্রায়োজেইক ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেটি মহাকাশযান উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয়। ইসরোর একাধিক আবিষ্কার এবং অভিযানের নেপথ্যে নারায়ণের ভূমিকা অপরিসীম। তিনি মূলত লিকুইড প্রপলশান সিস্টেমের উপর কাজ করেছেন। এছাড়া কোনও লঞ্চযানের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও গবেষণা করেছেন তিনি। ইসরোর আসন্ন গগণযান প্রকল্পের জাতীয় স্তরের মানব রেট সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান নারায়ণ।
তামিলনাড়ুতে জন্ম নারায়ণের। সেখানেই স্কুলের গণ্ডি পেরিয়ে চলে আসেন পশ্চিমবঙ্গের খড়্গপুরে। খড়্গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিকে স্নাতক হন। এরপর অ্যারোস্পেস ইঞ্জিনিয়রিংয়ে ডক্টরেট করেন তিনি। ১৯৮৪ সালে রকেট এবং মহাকাশযান প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে যোগদান করেন ইসরোতে। ২০১৮ সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হন।
ইসরোর নতুন চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে ভি নারায়ণ এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় বলেন, ‘আমাদের কাছে ভারতের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ রয়েছে। আশা করছি এটি ইসরোকে আরও উচ্চতায় পৌঁছে দেবে। আমাদের কাছে দুর্দান্ত প্রতিভা রয়েছে’।
উল্লেখ্য, ২০২২ সালে ইসরো চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এস সোমনাথ। তাঁর আমলেই চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বিশ্বের প্রথম দেশ হিসেবে রোভার অবরতরণ করায় ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন