বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম সহ অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ হতে পারে ৩০-৪০ কিমি।
ফাইল ছবি
ফাইল ছবিছবি - সুমিত্রা নন্দন

রাজ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

মার্চ মাসে প্রথম থেকেই ক্রমশ বাড়ছে দৈনিক তাপমাত্রা। গরমে কার্যত নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। এই বৃষ্টিপাতের ফলে কিছুটা স্বস্তি মিলতে পারে রাজ্যবাসীর। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম সহ অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ হতে পারে ৩০-৪০ কিমি।

আবহাওয়াবিদদের কথায়, কোন জেলায় কখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এটা আগে থেকে বলা যায় না। কয়েকঘন্টা আগেই তা জানা যায়। তবে ১৬-১৭ তারিখ বৃষ্টিপাত শুরু হলেও তা বাড়বে ১৮-১৯ তারিখে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে এর বেশি প্রভাব পড়বে। সাথে শিলা বৃষ্টিও হতে পারে। ২০ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে। এর জেরে রাজ্যে আগামী ৩ দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। 

উত্তরবঙ্গেও গতকাল থেকে শিলাবৃষ্টি সহ বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। কালিংপং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং-এ ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইছে। ১৮ ও ১৯ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। সতর্কতাও অবলম্বন করতে বলেছেন আবহাওয়াবিদরা।

ফাইল ছবি
আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুন, নরকীয় কাণ্ডে উত্তাল মধ্যপ্রদেশ! আহত ১৩ পুলিস কর্মী
ফাইল ছবি
প্রাইমারী স্কুলের পড়ুয়াদের পড়াবেন সিভিক ভলান্টিয়াররা! শুনে কী বললেন শিক্ষামন্ত্রী?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in