প্রাইমারী স্কুলের পড়ুয়াদের পড়াবেন সিভিক ভলান্টিয়াররা! শুনে কী বললেন শিক্ষামন্ত্রী?

বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, ‘স্কুলের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ ক্লাস নেওয়া হবে। এ জন্য জেলায় প্রায় ১৫০ জন সিভিক ভলান্টিয়ারকে বেছে নেওয়া হয়েছে।‘
প্রাইমারী স্কুলের পড়ুয়াদের পড়াবেন সিভিক ভলান্টিয়াররা! শুনে কী বললেন শিক্ষামন্ত্রী?
Published on

শুধু প্রশাসন নয়, স্কুলে পড়ানোর কাজেও যুক্ত হবেন সিভিক ভলান্টিয়ারেরা। তাঁরা পড়াবেন প্রাইমারী স্কুলের পড়ুয়াদের। নেবেন স্পেশাল ক্লাস। আশ্চর্যজনক হলেও, এমনই হতে চলেছে পশ্চিমবঙ্গে। আর, এই খবর জানেন না বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

জানা যাচ্ছে, স্কুলের পড়ুয়াদের ‘মাস্টার’ হবেন সিভিক ভলান্টিয়ারেরা। অঙ্ক ও ইংরেজির ‘বিশেষ পাঠ’ দেবেন তাঁরা। সম্প্রতি, এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অঙ্কুর’।

বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, ‘স্কুলের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ ক্লাস নেওয়া হবে। এ জন্য জেলায় প্রায় ১৫০ জন সিভিক ভলান্টিয়ারকে বেছে নেওয়া হয়েছে।‘

একইসঙ্গে তিনি জানান, ‘পড়ুয়াদের কী ভাবে পড়াতে হবে, সেই প্রশিক্ষণ দেবে একটি বেসরকারি সংস্থা। জেলার ৪৬টি স্কুল-সহ মোট ৫৫টি কেন্দ্রকে ওই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রকল্পে গুরুত্ব দেওয়া হচ্ছে জঙ্গলমহলকে।‘

তবে, রাজ্যের শিক্ষা জগতেই এমন ঘটনা ঘটতে চলেছে - তা জানেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মতামত নেওয়া হয়নি। সেই কারণে, আমাদের কাছে মতামত চাওয়ার জন্য ওঁদের বলা হয়েছে। তারপর দেখা যাবে এটা চালু হবে কি না। এখন চালু করা যাবে না।‘

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন, ‘বাচ্চাদের অঙ্ক, ইংরেজি শেখাবে সিভিক ভলান্টিয়ারেরা! এর থেকে লজ্জার কিছু হয় না।‘

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in