

ইউটিউবের নতুন সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকাবাসী নীল মোহন। খুব শীঘ্রই তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে। তার আগে ইউটিউবের নতুন সিইও-র অতীত সম্পর্কে জেনে নেওয়া যাক।
বর্তমানে ইন্টারনেটের যুগে ইউটিউবের পৃথক ভাবে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। বলা চলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থার নাম ইউটিউব। বহু অজানা তথ্যও আমরা ইউটিউবের মাধ্যমে জানতে পারি। কিন্তু অনেকেই জানেন না ইউটিউবের সিইও-র নাম। ইউটিউবের বর্তমান সিইও হলেন সুসান ওজসিকি। তিনি অবসর ঘোষণা করতেই নতুন সিইওকে বেছে নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
নীল মোহনবাবু যথেষ্ট অভিজ্ঞ একজন ব্যক্তি। ১৯৯৬ সালে অ্যাকসেঞ্চারে নিজের কর্মজীবন শুরু করেন তিনি। পরে নেটগ্র্যাভিটি নামে একটি স্টার্টআপে যোগ দেন। পরে ওই স্টার্টআপটি কিনে নেয় ডবলক্লিক নামে একটি বিজ্ঞাপন সংস্থা।
২০১৫ সাল থেকে ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া ২০০৭ সালে ডবল ক্লিক (DoubleClick)-কে কিনে নেয় গুগল। গুগলঅ্যাডসেন্স, গুগলওয়ার্ড ও ডবলক্লিকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মাইক্রোসফটের হয়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেখানে কর্পোরেটের বিভিন্ন কৌশলের ব্যবস্থাপক ছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন