স্টিং অপারেশনের ফাঁদে পড়ে জাতীয় নির্বাচক কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা

সম্ভবত বোর্ডের চাপেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে চেতনকে। অবশ্য এই বিষয়ে বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। পর বোর্ডের এক কর্মকর্তা বলেছিলেন, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের বিশ্বাস হারিয়েছেন চেতন।
চেতন শর্মা
চেতন শর্মাফাইল চিত্র - সংগৃহীত

সম্প্রতি স্টিং অপারেশনের ফাঁদে পড়েন চেতন শর্মা। লুকানো ক্যামেরার সামনে ভারতীয় দলের গোপন খবর ফাঁস করে দেন তিনি। যে কারণে গত কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। চরম বিতর্কের মুখে পড়ে এবার নির্বাচক কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা।

বিসিসিআই সূত্রের খবর, ইতিমধ্যেই পদত্যাগ পত্র বোর্ড সচিব জয় শাহর কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এও জানা গিয়েছে, সেই পদত্যাগ পত্র গ্রহণও করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শোনা যাচ্ছে, সম্ভবত বোর্ডের চাপেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে চেতনকে । অবশ্য এই বিষয়ে বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। পর বোর্ডের এক কর্মকর্তা বলেছিলেন, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের বিশ্বাস হারিয়েছেন চেতন। ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের কথা সংবাদমাধ্যমের সামনে যেভাবে উগরে দিয়েছেন তা চিন্তার বিষয়।

চেতন শর্মা গোপন ক্যামেরার সামনে বিস্ফোরক সব খবর সামনে আনেন। সৌরভ ও বিরাটকে নিয়ে বড় মন্তব্য করেন তিনি। চেতন বলেন, সৌরভ নাকি কোনওদিন বিরাটকে পছন্দ করেন না। সৌরভের পিছনে লেগে বিরাট ক্যাপ্টেন্সি খুইয়েছেন। এছাড়াও তিনি বলেন, ভারতীয় ক্রিকেটাররা ফিট থাকতে নাকি ইনজেকশন নেয়, যা ডোপ টেস্টে ধরা পড়ে না। এই ইঞ্জেকশন ব্যবহার করলে ফিটনেস ৮০ শতাংশ থেকে ১০০ শতাংশ হয়ে যায়।

এই নিয়ে চার মাসে দ্বিতীয়বার চাকরি হারালেন চেতন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পর চাকরি হারাতে হয় তাঁকে। চেতন শর্মার নেতৃত্বাধীন কমিটিকে ছেঁটে ফেলে বিসিসিআই। তবে পরবর্তীতে নতুন কমিটি গঠন হলেও তাঁর প্রধান হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল চেতনকেই।

চেতন শর্মা
ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তী স্ট্রাইকার তুলসীদাস বলরাম

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in