
বন্যা হোক বা সাইক্লোন, ভূমিধস বা ঘর্ণিঝড়, সুনামি বা দাবানল – যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে এবার আগে থেকে মানুষকে সতর্ক করে দেবে অ্যাপ। নয়া এই অ্যাপের নাম ‘সচেত’ (Sachet App)। সেই অ্যাপ ব্যবহারের জন্য দেশবাসীকে অনুরোধ জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অ্যাপের কার্যকারিতা সম্পর্কেও বলেন তিনি।
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই অ্যাপের উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘সচেত’ অ্যাপকে দুর্যোগ মোকাবিলা ও নিরাপত্তা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে উল্লেখ করেছেন তিনি। মোদীর কথায়, “আপনার মোবাইলে একটি বিশেষ অ্যাপ থেকে আপনি এখন যে কোনও বিপর্যয়ের সতর্কবার্তা পাবেন। এই অ্যাপটি আপনাকে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া থেকেও রক্ষা করতে পারে”।
দেশবাসীকে এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়ে মোদী বলেন, “বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে এই অ্যাপটি। প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া ও ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করবে সচেত অ্যাপ”।
অ্যাপের কার্যকারিতা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘‘যে কোনও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জনগণের সতর্কতা। মোবাইলের একটি বিশেষ অ্যাপ থেকে এই সতর্কতায় সাহায্য পেতে পারেন। এই অ্যাপটি আপনাকে যে কোনও প্রাকৃতিক দুর্যোগে আটকা পড়া থেকে বাঁচাতে পারে। তাই এর নাম সচেত”।
ফোনে ‘সচেত’ অ্যাপ ডাউনলোড করা থাকলে যেকোন রকমের বিপর্যয়ের আগে আসবে সতর্কবার্তা। এই অ্যাপটি তৈরি করা হয়েছে ‘কমন অ্যালার্টিং প্রোটকল’ বা ক্যাপের উপর ভিত্তি করে। এই ক্যাপ হল জরুরী সতর্কতা এবং জনসাধারণের সতর্কীকরণের জন্য একটি আন্তর্জাতিক তথ্যবিন্যাস। যেটি সহজেই সকলের কাছে একই সঙ্গে সতর্কবার্তা পৌঁছে দিতে পারে।
এই অ্যাপটি তৈরি করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা। এর মাধ্যমে সরাসরি সরকারি সংস্থা যেমন ইন্ডিয়ান মেটিরিয়োলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি-র থেকে বিপর্যয় সংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। দুর্যোগের পূর্বাভাস ছাড়াও প্রতিদিনের আবহাওয়া সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে এই অ্যাপে।
‘সচেত’ ব্যবহারকারীরা বর্তমান জায়গার আবহাওয়ার তথ্যের পাশাপাশি ভারতের যে কোনও জায়গার তথ্যও পাওয়া সম্ভব হবে অ্যাপটিতে। এছাড়া এই অ্যাপে হিন্দি, ইংরেজি ছাড়াও মোট ১২ টি আঞ্চলিক ভাষা রয়েছে। যার ফলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের এই অ্যাপ ব্যবহার করতে সুবিধা হবে। এছাড়া এই অ্যাপে রয়েছে স্যাটেলাইট যোগাযোগের উপায়। কোনও বড় দুর্যোগের সময় যদি মোবাইল বা ফোনের নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়ে তাতেও অ্যাপটির কাজ বন্ধ হবে না।
এছাড়া দুর্যোগের সময় কী কী করণীয়, সেই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসে পরামর্শ দেওয়া হবে। থাকবে হেল্পলাইন নম্বর, ক্ষতিগ্রস্ত এলাকা, স্যাটেলাই রিসিভার কানেক্টিভিটি সম্পর্কে নানা তথ্য জানার সুযোগ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন