
একই দিনে জোড়া ধাক্কা। আইবিএম (IBM)-র পর এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জার্মান তথ্যপ্রযুক্তি সংস্থা এসএপি বা স্যাপ (SAP)-এর। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরেই ৩০০০ কর্মীকে ছাঁটাই করা হবে। ব্যবসাকে শক্ত ভিতের উপরে দাঁড় করাতেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
জার্মানির ডুসেলডর্ফ ভিত্তিক এসএপি সংস্থা তথ্যপ্রযুক্তি জগতে বেশ পরিচিত নাম। গোটা বিশ্বজুড়ে সংস্থাটির ১ লক্ষ ২০ হাজার কর্মী রয়েছে। সদ্য শেষ হওয়া বছরে সংস্থার ব্যবসা তেমন হয়নি। গত বছর ৩০.৯ বিলিয়ন ডলারের ব্যবসা করেছিল স্যাপ। আগের বছরের চেয়ে ১১ শতাংশ ব্যবসা বেড়েছে। কিন্তু তাতে স্বস্তি পাচ্ছেন না সাপের শীর্ষ কর্তারা।
সামনের দিন আরও ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কা থেকে আড়াই (২.৫) শতাংশ কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার পরিচালকরা। কর্মী ছাঁটাইয়ের ফলে ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ইউরো খরচ কমবে। ফলে ২০২৩ সাল থেকে ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ইউরো সাশ্রয় হবে। ২০২৪ সালে ওই অর্থ সংস্থার প্রসারে কাজে লাগবে।
এক বিবৃতিতে এসএপি জানিয়েছে, ‘এই পদক্ষেপ সংস্থার কৌশলগত বৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।’ শুধু তাই নয়, SAP আরও জানিয়েছে, তাঁদের সহযোগী প্রতিষ্ঠান Qualtrics (যারা অনলাইন মার্কেট গবেষণা সফ্টওয়্যারে বিশেষজ্ঞ)-এর বিক্রির চিন্তাভাবনা করছে। এর ফলে, ক্লাউড ব্যবসায় আরও বেশি ফোকাস করতে পারবে SAP।
২০২২ সালে SAP-র মোট রাজস্বের পরিমাণ ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০.৯ বিলিয়ন ইউরো। তবে, মুনাফা এসেছে মাত্র ৮ বিলিয়ন ইউরো। আর, এই ফলাফলে সন্তুষ্ট নয় SAP সংস্থা। তবে, নতুন পদক্ষেপের ফলে ২০২৩ সালে ১০ থেকে ১৩ শতাংশ মুনাফা লাভ করতে পারবে বলে আশা করছে SAP।
আর্থিক মন্দার আশঙ্কায় গত বছরের শেষের দিক থেকে একের পর এক সংস্থা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে চলেছে। মাইক্রোসফট, গুগল, টুইটার, মেটার মতো তথ্যপ্রযুক্তি সংস্থার পাশাপাশি আমাজন ম্যাকডোনাল্ডস সহ একাধিক বহুজাতিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। সবচেয়ে বেশি চাকরি গিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে। আর, যাদের চাকরি এ যাত্রায় বেঁচে গিয়েছে, তাঁরাও চাকরি হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন