
এবার সাইবার অপরাধীদের নজরে সরকারি পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকেরা। প্যান কার্ড সংক্রান্ত একটি ভুয়ো ম্যাসেজ পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। সঙ্গে দেওয়া হচ্ছে একটি লিঙ্কও। ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হচ্ছে প্যান আপডেটের জন্য। অনেকেই এই বার্তা পেয়ে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতেই নড়েচড়ে বসেন তাঁরা।
জানা গেছে, সম্প্রতি কিছু গ্রাহক একটি মেসেজ পেয়েছেন নিজেদের মোবাইলে। যাতে লেখা রয়েছে, ‘আজই আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে প্যান যুক্ত করুন। নয়তো বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট’। যার সঙ্গে দেওয়া হচ্ছে একটি লিঙ্কও। তবে অ্যাকাউন্টের সঙ্গে প্যান সংযুক্তিকরণের কোনও বার্তা ভারতীয় ডাক বিভাগ কোনও গ্রাহককে পাঠায় নি, এমনই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
প্যান সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে বিবৃতি জারি করে পিআইবি জানিয়েছে, ইন্ডিয়া পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে প্যান সংযুক্তিকরণের যে বার্তা সমাজমাধ্যমে ঘুরছে তা সম্পুর্ণ ভুয়ো। এ বিষয়ে ইন্ডিয়া পোষ্ট পেমেন্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও সতর্ক করেছে পিআইবি। পিআইবির তরফে জানানো হয়েছে, এ ধরণের ভুয়ো বার্তা বা পোষ্টে সন্দেহজনক লিঙ্ক থাকলে, তা যাচাই না করে ক্লিক না করতে। এতে গ্রাহকদের ক্ষতি হতে পারে। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ নানা ব্যক্তিগত তথ্য কারও সাথে ভাগ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
সম্প্রতি ‘ডিজিটাল গ্রেফতার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এমনকি এই নিয়ে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখন সাইবার অপরাধীরা নতুন কৌশলে জাল বিস্তর করছেন। আর তাতে পা দিয়েই সমস্যায় পড়ছেন অনেকেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন