G-mail: ভুয়ো জি-মেইল মারফত প্রতারণার ফাঁদ! সতর্ক করছে গুগল

People's Reporter: পুরো বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন নিক জনসন নামের এক ডেভেলপার। নিজের এক্স মাধ্যমে তিনি লেখেন, একটি ইমেইল, যা দেখতে বৈধ এবং no-reply@google.com থেকে পাঠানো।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

গুগল সম্প্রতি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তারা একটি নতুন ধরণের ফিশিং (Phishing) (একধরণের সাইবার প্রতারণা) আক্রমণের মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে। জি-মেইল ব্যবহারকারীদের কোনওরকম পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য শেয়ার করতে নিষেধ করা হয়েছে গুগলের তরফ থেকে।

জি-মেইল ব্যবহারকারীদের সাইবার হানা নিয়ে সতর্ক করছে গুগল। প্রতারকরা মূলত ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে জি-মেইল মারফত এই আক্রমণটি গুগলের নিজস্ব “গুগল সাইটস” প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে জাল ডোমেন তৈরি করছে, যা DKIM স্বাক্ষর যাচাই পাশ করে ইনবক্সে পৌঁছে যাচ্ছে।

পুরো বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন নিক জনসন নামের এক ডেভেলপার। নিজের এক্স মাধ্যমে তিনি লেখেন, একটি ইমেইল, যা দেখতে বৈধ এবং no-reply@google.com থেকে পাঠানো। ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে তৈরি করা হয়েছে এই লিঙ্ক। লিংকটি গুগল সাইটসের মাধ্যমে তৈরি হওয়ায় অনেকেই একে গুগলের আসল সাইট ভেবে ভুল করছেন।

গুগলের মুখপাত্র জানান, “আমরা এই ধরনের আক্রমণের ব্যাপারে অবগত এবং ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি। নতুন সুরক্ষা ব্যবস্থা দ্রুত সম্পূর্ণরূপে চালু হবে, যা এই ধরণের অপব্যবহার রোধ করবে।”

এই ঘটনার জেরে বিশ্বব্যাপী ১.৮ বিলিয়ন জি-মেইল ব্যবহারকারী উদ্বেগে রয়েছেন। কারণ এই ফাঁদে পড়লে তাঁদের ব্যক্তিগত তথ্য প্রতারকদের হাতে চলে যেতে পারে।

গুগল পরামর্শ দিয়েছে, সন্দেহজনক ইমেইলে থাকা লিংকে ক্লিক না করে সরাসরি ব্রাউজারে সাইটটি খোলার চেষ্টা করতে এবং Two-Factor Authentication ব্যবহার করতে। তারা আরও জানাচ্ছে, “গুগল কখনও ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য চেয়ে অযাচিত বার্তা পাঠায় না।”

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীরাও আরও চতুরতার সঙ্গে প্রতারণার নতুন নতুন পথ বের করছে। তাই প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা যেমন দরকার, তেমনি ব্যবহারকারীদের সচেতন থাকাও অত্যন্ত জরুরি।

প্রতীকী ছবি
Social Media: সমাজমাধ্যমে কোনও পোস্টে লাইক করলেই তা অপরাধ নয়! পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের
প্রতীকী ছবি
UPI: এক মাসে চতুর্থবার ইউপিআই বিভ্রাট! সকাল থেকে টাকা আদানপ্রদানে সমস্যা ব্যবহারকারীদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in