
ওড়িশার চিলকা হ্রদে শুরু হল ডলফিন গণনার কাজ। সরকারি উদ্যোগে ১০০-র বেশি আধিকারিককে এই কাজে যুক্ত করা হয়েছে। যাদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, গবেষক, ছাত্র এবং বিশেষজ্ঞরা। এঁরা চিলকা হ্রদে মোট কত ডলফিন আছে তা গুণতির কাজ করবেন।
গত বছর খারাপ আবহাওয়ার কারণে এই গণনা শেষ করা যায়নি এবং সরকারের পক্ষ থেকে সমীক্ষার কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ২০২৩-এর গণনা অনুসারে চিলকা হ্রদে দুই প্রজাতির ১৭৩টি ডলফিনের সন্ধান পাওয়া গেছিল। ২০২২-এর গণনা অনুসারে চিলকা হ্রদে ডলফিনের সংখ্যা ছিল ১৫৬ এবং ২০২১-এ ছিল ১৬২।
চিলকা হ্রদে ডলফিন গণনার কাজে মোট ১৮ টি দলে সদস্যদের ভাগ করা হয়েছে। প্রতি দলে ৫ থেকে ৬ জন করে সদস্য আছেন। একথা জানিয়েছেন ডিভিশনাল ফরেস্ট অফিসার অম্লান নায়েক। চিলকা ওয়াইল্ডলাইফ ডিভিশন এবং চিলকা ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে এই গণনা করা হবে।
গণনার কাজে নিযুক্ত সদস্যদের ম্যাপ, বাইনোকুলার, জিপিএস ডিভাইস, স্পটিং স্কোপস সহ অত্যাধুনিক যন্ত্রাদি দেওয়া হয়েছে। গণনা চলাকালীন আগামী তিন দিন চিলকায় কোনও বোট চালানো যাবে না বলে আগাম জানিয়ে দেওয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার’স (IUCN) এর পক্ষ থেকে ডলফিনকে বিপন্ন প্রজাতি হিসেবে লাল তালিকাভুক্ত করা হয়েছে।
১১৬৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা চিলকা হ্রদ “রামসার কনজারভেশন” অঞ্চল, যার আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার মধ্যে বৃহত্তম নোনা জলের এই হ্রদে বঙ্গোপসাগর ছাড়াও ৫২ টি অন্যান্য নদীর জল এসে মেশে। এই হ্রদে ইরাবতী (Irrawaddy) প্রজাতির ডলফিন পাওয়া যায়। চিলকা ছাড়াও এই প্রজাতির ডলফিন পাওয়া যায় মায়ানমারের ইরাবতী নদী, ইন্দোনেশিয়ান বোর্ণিও-র মহাকাম এবং মেকং নদীতে।
ডলফিন সম্পর্কে কিছু তথ্য -
ইউএস ডট হোয়েলস ডট ওআরজি-র তথ্য অনুসারে বর্তমানে পৃথিবীতে ৪২ প্রজাতির ডলফিন এবং ৭ প্রজাতির শুশুকজাতীয় প্রাণী রয়েছে।
স্তন্যপায়ী প্রাণী ডলফিনের গর্ভাবস্থা ৯ থেকে ১৬ মাস স্থায়ী হয়। সাধারণত ডলফিন মাছ, স্কুইড এবং ক্রাস্টেসিয়ান খায়। ডলফিনরা খাবার চিবিয়ে খায় না। যদিও খাবার গিলে ফেলার আগে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলতে পারে।
সমস্ত ডলফিনের শঙ্কু আকৃতির দাঁত থাকে। একটি রিসো'স ডলফিনের ১৪টি এবং একটি স্পিনার ডলফিনের ২৪০টি দাঁত থাকতে পারে।
আকারে বৃহত্তম ডলফিনের নাম অরকা। সবথেকে ছোটো দুই প্রজাতির ডলফিনের নাম হেক্টর এবং ফ্রান্সিসকানা।
বিভিন্ন প্রজাতির ডলফিনের জীবনকাল বিভিন্নরকম। প্রায় ২০ বছর থেকে শুরু ৮০ বছর বা তার বেশি সময় পর্যন্ত হতে পারে।
মাউইয়ের ডলফিন হল সবচেয়ে বিপন্ন ডলফিন। সারা পৃথিবীতে এই প্রজাতির ৫০টিরও কম ডলফিন অবশিষ্ট আছে। এই প্রজাতির ডলফিন পাওয়া যায় নিউজিল্যান্ডে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন