

কুলতলীর পিয়ালী নদীতে দেখা মিলল বিরল প্রজাতির ডলফিন। স্থানীয় জেলের জালে ধরা পড়ল এই বিরল প্রজাতির ডলফিনটি। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলীর কুন্দখালি গোদাবর অঞ্চলের কুন্দখালি গ্রামের বাসিন্দা পাঁচু সরদারের জালে এই ডলফিনটি আটকে যায়। মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পেতে দিয়ে এসেছিলেন তিনি। আর বুধবার সকালে সেই জাল তোলার সময় ডলফিনকে দেখতে পান।
পিয়ালির স্থানীয় ফরেস্ট অফিস ও কুলতলি থানায় খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুলতলী থানার আধিকারিক ও ফরেস্ট অফিসাররা। নদী থেকে মাছ আনার কিছুক্ষণের মধ্যেই ডলফিনটি মারা পড়ে বলে দাবি জেলের পরিবারের। ডলফিনটির মুখে ইলিশ ধরার জাল জড়িয়ে ছিল। আধিকারিকরা প্রাথমিকভাবে অনুমান করছেন - ইয়াস ঘূর্ণিঝড়ে জলস্ফীতিতে স্থানীয় পিয়ালি নদীতে চলে আসে এই বিরল প্রজাতির ডলফিনটি।
ডলফিনটির মুখে দীর্ঘক্ষণ জাল জড়িয়ে থাকায় অনাহারে মারা যায়, এমনই আশঙ্কা করছেন ফরেস্ট আধিকারিকরা। তারা নিজ দায়িত্বে মৃত ডলফিনটিকে নিয়েছেন। আর এই ডলফিন দেখতেই ব্যাপক মানুষের ভিড় জমে যায় এলাকায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন