Lay Off: চাহিদা কমছে কম্পিউটারের, ৬০০০ কর্মী ছাঁটাই ডেল-এর!

People's Reporter: সূত্রের খবর, ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত ডেলের কর্মী সংখ্যা ছিল ১২০,০০০ লক্ষ। যা আগে ছিল ১ লক্ষ ২৬ হাজার।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত

আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় ৬০০০ কর্মী ছাঁটাই করলো টেক্সাস ভিত্তিক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ‘ডেল টেকনোলজিস ইনকর্পোরেশন’। কোম্পানি সূত্রে খবর, কম্পিউটার কেনার চাহিদা হ্রাস পাওয়ার কারণেই এই ছাঁটাই। যে ছাঁটাই-এর ফলে অনিশ্চিত হয়ে পড়লো ৬ হাজার কর্মীর জীবন।

ডেলের তরফ থেকে জানানো হয়েছে, গত দু'বছর ধরে কম্পিউটার কেনার চাহিদা ক্রমশ কমেছে। যার কারণে ১১ শতাংশ আর্থিক ক্ষতি হয়েছে কোম্পানির। গত মাসেই এই রিপোর্ট পেশ করেছে ডেল। সূত্রের খবর, ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত ডেলের কর্মী সংখ্যা ১২০,০০০ লক্ষ। যে সংখ্যা আগে ছিল ১ লক্ষ ২৬ হাজার।

এর আগে ডেল তাদের 'ওয়ার্ক ফ্রম হোম' কর্মীদের জন্যও কড়া নির্দেশিকা জারি করেছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল, যাঁরা বাড়ি থেকে কাজ করছেন তাঁদের পদন্নোতির বিষয়ে কিছুই ভাবা হবে না। উল্লেখ্য, করোনার আগে থেকেই বাড়ি থেকে কাজ করার সুবিধা ছিল ডেল কোম্পানিতে।

প্রসঙ্গত, গত বছর ৬৬০০ জন কর্মীকে ছাঁটাই করেছিল ডেল। সেই সময় সংস্থার সহ-চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্ক (Jeff Clarke) জানিয়েছিলেন, 'ডেল মনে করছে ক্রমাগত ধসের ফলে বাজার অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সব মিলিয়ে সংস্থা তার সামগ্রিক কর্মশক্তির ৫ শতাংশ কমাতে চলেছে।'

ছবি প্রতীকী
Unilever Lay Off: ৭,৫০০ কর্মী ছাঁটাইয়ের পথে ইউনিলিভার!
ছবি প্রতীকী
Russia: 'পশ্চিমের থেকে রাশিয়ার গণতন্ত্র স্বচ্ছ' - পঞ্চমবারের জন্য ক্ষমতা দখল করে মন্তব্য পুতিনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in