
টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া (Vi) সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়েছে, প্রয়োজনীয় আর্থিক সহায়তা না পেলে আগামী বছর থেকে পরিষেবা প্রদান করতে পারবে না তারা। যদি এমনটা হয় তাহলে সমস্যায় পড়বেন বহু গ্রাহক।
শুক্রবার প্রকাশিত CNBC-TV18-র একটি রিপোর্ট অনুযায়ী, কোম্পানি জানিয়েছে - ব্যয় বৃদ্ধির চাপ ও ব্যাংকিং সহায়তার অভাবে তারা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করতে বাধ্য হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ১৭৫ মিলিয়নেরও বেশি সক্রিয় গ্রাহক রয়েছে কোম্পানির। সরকারি ২৬,০০০ কোটি টাকার ইক্যুইটি ইনফিউশন এবং ৩৬,৯৫০ কোটি টাকার ইক্যুইটি রূপান্তর সত্ত্বেও কোনো ব্যাংক কোম্পানিকে সাহায্য করেনি।
Vi কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি সরকার সরাসরি সহায়তা না করে, তবে ব্যাঙ্কগুলি আর্থিক সাহায্য দেবে না। এমন পরিস্থিতিতে কোম্পানি পরিচালনা করা সম্ভব নয়। সরকারের পক্ষে যদি কোনো 'ব্যাকস্টপ' না থাকে, তবে তাদের হাতে থাকা ইক্যুইটি শেয়ারের মূল্যও শূন্যে নেমে আসবে বলে সতর্ক করা হয়েছে।
সুপ্রিম কোর্টে ভোডাফোন আইডিয়া তাদের ৩০ হাজার কোটি টাকা বকেয়া মকুবের আবেদন জানিয়েছিল। আবেদন গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। আগামী ১৯ মে শুনানি হতে পারে এই মামলার।
Vi-এর আইনজীবীরা আদালতে বলেন, টেলিকম ক্ষেত্রে প্রতিযোগিতা বজায় রাখতে Vi-এর অস্তিত্ব অপরিহার্য। বর্তমানে Vi একা ২.০২ ট্রিলিয়ন টাকার ঋণের বোঝা বইছে। ২০২১ সালে টেলিকম সংস্কার প্যাকেজে সরকারের ঘোষণা অনুযায়ী, Vi তাদের স্পেকট্রাম পেমেন্ট এবং অন্যান্য বকেয়া ইক্যুইটিতে রূপান্তরের সুযোগ পেলেও, ব্যাংক ঋণের ক্ষেত্রে কোনো সহায়তা পায়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন