
১০০ দিনের কাজের প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন গুজরাটের পঞ্চায়েত ও কৃষি প্রতিমন্ত্রী বাচ্চু খাবাড়ের পুত্র বলবন্তসিংহ খাবাড়। শনিবার তাঁকে গ্রেফতার করেছে দাহোড় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA)-র ৭৫ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে। দাহোড় জেলার দেবগড় বারিয়া ও ধনপুর তালুকজুড়ে এই দুর্নীতির জাল বিস্তৃত বলে জানা যাচ্ছে। দাহোড় আদালতে আগাম জামিনের আবেদন করেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করেন বলবন্তসিংহ এবং তাঁর ছোট ভাই কিরণ। তারপরই এই গ্রেফতারি।
দাহোড়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জগদীশ ভান্ডারী জানান, জেলা গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষের (DRDA) এফআইআরের ভিত্তিতে প্রাথমিক তদন্তে বলবন্তসিংহের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ভান্ডারী বলেন, "বলবন্তসিংহ পরিচালিত একটি সংস্থা মনরেগা প্রকল্পে উপকরণ সরবরাহ করেছে বলে দাবি করলেও, বাস্তবে সম্পূর্ণ পণ্যের তালিকা সরবরাহ করা হয়নি। তবুও নির্দিষ্ট পরিমাণ বিল পেশ করা হয়েছে এবং তা মিটিয়ে দেওয়াও হয়েছে। তদন্ত চলছে, আমরা এখনও অপব্যবহারের নির্দিষ্ট পরিমাণ জানতে পারিনি। বলবন্তসিংহের ভাই কিরণের বিরুদ্ধেও তদন্ত চলছে। তবে তাঁকে গ্রেফতার করা হয়নি।"
৪ এপ্রিল দায়ের হওয়া এফআইআরে অভিযোগ করা হয়েছে, প্রকল্পগুলিতে উপকরণ সরবরাহের দায়িত্ব যেসব সংস্থাগুলি পায়নি, তাদেরকেও নিয়মবহির্ভূতভাবে কাজের বরাত এবং বিল পেশের অনুমোদন দেওয়া হয়েছে। দেবগড় বাড়িয়ার কুভা গ্রামে প্রকল্প বাস্তবায়নের বিল পাশ করা হয়েছে, যদিও বাস্তবে সেখানে কোনও কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
অন্যদিকে, এই মামলায় এর আগে দাহোড় জেলা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তাঁরা হলেন - মনরেগা শাখার দুই হিসাবরক্ষক জয়বীর নাগোরি ও মহিপালসিংহ চৌহান, গ্রাম রোজগার সেবক কুলদীপ বারিয়া ও মঙ্গলসিংহ পাটেলিয়া এবং টেকনিক্যাল সহকারী মনীশ প্যাটেল।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপিকে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা অমিত চাভড়ার দাবি, “গুজরাটে ৩০ বছরের বিজেপি শাসনে দুর্নীতি যেন প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। দাহোড়ের এই কেলেঙ্কারিতে সরকারের নিষ্ক্রিয়তা প্রমাণ করে, বারবার অভিযোগ সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বিধানসভায় লিখিতভাবে ও মৌখিকভাবে বারবার এই ইস্যু উত্থাপন করেছি। এখন সময় এসেছে একটি নিরপেক্ষ বিশেষ তদন্ত দল গঠনের।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন