অভিযানের আগেই পাকিস্তানকে জানিয়েছিল ভারত? বিদেশমন্ত্রীর ভিডিও নিয়ে প্রশ্ন রাহুলের - কী জানালো PIB?

People's Reporter: কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, "আমাদের আক্রমণ শুরুর আগেই পাকিস্তানকে তা জানানো - একটি অপরাধ। বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারত সরকার এটি করেছে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীফাইল ছবি, গ্রাফিক্স - আকাশ
Published on
Summary

* কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তান সম্পর্কিত মন্তব্যের ভিডিও ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল।

* জয়শঙ্করের ভিডিও পোষ্ট করে রাহুল গান্ধীর প্রশ্ন, 'কে এটি অনুমোদন করেছিল?'

* পিআইবি ফ্যাক্ট চেক করে জানিয়েছে, মন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হচ্ছে। তিনি এরকম কোনও মন্তব্য করেননি।

'অপারেশন সিঁদুর' অভিযান করার আগেই পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এমনই বলতে দেখা গেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকটি সংবাদ সংস্থার সামনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, "অভিযান (অপারেশন সিঁদুর)-এর শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিলাম। বলা হয়েছিল, আমরা জঙ্গিঘাঁটিতে আঘাত করছি। আমরা (পাকিস্তানের) সামরিক বাহিনীর উপর কোনও হামলা করছি না। আমাদের কাজে নাক না গলানো এবং এর থেকে দূরে থাকার বিকল্প (অপশন) রয়েছে (পাকিস্তানি) সামরিক বাহিনীর কাছে। কিন্তু তারা আমাদের সেই পরামর্শ নেয়নি।”

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, "আমাদের আক্রমণ শুরুর আগেই পাকিস্তানকে তা জানানো - একটি অপরাধ। বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারত সরকার এটি করেছে। ১. কে এটি অনুমোদন করেছিল? ২. ⁠এর ফলে আমাদের বিমানবাহিনী কতগুলি বিমান হারিয়েছে?"

রাজনৈতিক মহলের পাশাপাশি নেটিজেনরাও এই ভাইরাল ভিডিও নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন। ভারত কেন আগেই পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল অভিযানের বিষয়টি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে তড়িঘড়ি এই নিয়ে বিবৃতি দিতে হয় কেন্দ্র সরকারকে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে শনিবার সন্ধ্যায় পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, বিদেশ মন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, "বিদেশমন্ত্রী বলেছেন যে আমরা শুরুতেই পাকিস্তানকে সতর্ক করেছিলাম, এর অর্থ হল অপারেশন সিঁদুর শুরু হওয়ার পরের প্রাথমিক পর্যায়। এটিকে (অভিযান) শুরুর আগে থেকেই বলে ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে। তথ্যের এই সম্পূর্ণ ভুল উপস্থাপনা কাম্য নয়।"

কেন্দ্রীয় সংস্থা ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’ (পিআইবি)-র তরফ থেকেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়। পিআইবি-র ফ্যাক্ট চেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়, বিদেশমন্ত্রীর বক্তব্যের ভিডিওর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বলা হচ্ছে, তিনি অপারেশন সিঁদুর অভিযান শুরুর আগে পাকিস্তানকে বিষয়টি জানিয়েছিলেন। তাঁর বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হচ্ছে। তিনি এরকম কোনও মন্তব্য করেননি। সতর্ক থাকুন এবং প্রতারণামূলক তথ্যের ফাঁদে পা দেওয়া এড়িয়ে চলুন।"

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী
Gujarat: ১০০ দিনের কাজে ৭৫ কোটি টাকার দুর্নীতি! গুজরাটে গ্রেফতার বিজেপি মন্ত্রীর ছেলে
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী
India-Pakistan: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ! জনপ্রিয় ইউটিবার সহ ৬ জন গ্রেফতার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in