

হাতবদল হচ্ছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কু-র (Koo)। টেকক্রাঞ্চ-এর এক রিপোর্ট অনুসারে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অধিগ্রহণ করতে চলেহে ডেইলিহান্ট। প্রতিবেদন অনুসারে, এই সংস্থার বেশ কিছু শেয়ার অধিগ্রহণ করবে ডেইলিহান্ট এবং আগামী কয়েক সপ্তাহেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হবে।
২০২০ সালে প্রতিষ্ঠিত হয় কু। বেঙ্গালুরু ভিত্তিক বোম্বিনেট টেকনোলজিস (Bombinate Technologies) এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করে। এই সংস্থার প্রতিষ্ঠাতা অপ্রমেয় রাধাকৃষ্ণ এবং মায়াঙ্ক বিদায়ক্তা। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুরর সময় বলা হয়েছিল এলন মাস্ক-এর এক্স-এর ভারতীয় সংস্করণ হয়ে উঠবে এই সংস্থা।
গত বছরের সেপ্টেম্বর মাসে মায়াঙ্ক বিদায়ক্তা জানিয়েছিলেন, কু এরকম কোনও সহযোগী খুঁজছে যারা কোম্পানির বিপণনের দিকটি ভালোভাবে পরিচালনা করতে পারবে এবং কু-কে বাড়তে সহায়ক ভূমিকা পালন করবে।
এর আগে গত বছরের এপ্রিল মাসে নিজেদের কর্মীবাহিনীর ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কু। ওইসময় বলা হয়েছিল বিশ্বব্যাপী কর্মী সংকোচনের প্রভাবে সংস্থাকেও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে।
সংস্থাটি আইএএনএসকে বলেছিল যে সমস্ত আকারের ব্যবসার জন্য এই সময়কালটি দেখার জন্য দক্ষ এবং রক্ষণশীল পদ্ধতি গ্রহণ করা গুরুত্বপূর্ণ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন