Google AI: 'মোদী কি ফ্যাসিস্ট?' গুগল AI টুল জেমিনির পক্ষপাতদুষ্ট উত্তরে রুষ্ট কেন্দ্রীয় মন্ত্রক

People's Reporter: কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, এগুলি তথ্যপ্রযুক্তি আইনের মধ্যস্থতাকারী বিধিগুলির (আইটি নিয়ম) বিধি ৩(১)(বি)-এর সরাসরি লঙ্ঘন ও ফৌজদারি কোডের বেশ কয়েকটি বিধানের লঙ্ঘন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুগল এআই টুল জেমিনির প্রতীকী ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুগল এআই টুল জেমিনির প্রতীকী ছবিগ্রাফিক্স - আকাশ

গুগলের এআই টুল জেমিনির এক উত্তর ঘিরে তোলপাড়। অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এক প্রশ্ন করায় আপত্তিকর উত্তর দিয়েছে গুগলের এআই টুল জেমিনি। যে ঘটনা প্রথমে নজরে আনেন এক সাংবাদিক এবং তারপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় ইলেক্ট্রনিকস ও তথ্য প্রযুক্তি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ওই সাংবাদিকের এক্স বার্তা (পূর্বতন ট্যুইটার) উদ্ধৃত করে এক এক্স বার্তায় জানিয়েছেন, “এগুলি তথ্যপ্রযুক্তি আইনের মধ্যস্থতাকারী বিধিগুলির (আইটি নিয়ম) বিধি ৩(১)(বি)-এর সরাসরি লঙ্ঘন এবং ফৌজদারি কোডের বেশ কয়েকটি বিধানের লঙ্ঘন৷”

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে গুগল জেমিনিতে পক্ষপাতিত্বের অভিযোগকারী এক সাংবাদিকের ভেরিফায়েড অ্যাকাউন্টে তোলা প্রশ্নকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন।

ওই সাংবাদিক এই বিষয়ে কয়েকটি স্ক্রিন শট পোষ্ট করেছেন এবং তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে অযৌক্তিক মন্তব্য করলেও ট্রাম্প এবং জেলেনস্কি সম্পর্কে একই রকম প্রশ্ন করা হলে গুগলের এআই টুল জেমিনি কোনও স্পষ্ট উত্তর দেয়নি।

ওই সাংবাদিক যে স্ক্রীনশট পোষ্ট করেছেন, তাতে প্রশ্ন করা হয়েছিল মোদী কি একজন ফ্যাসিস্ট? যার উত্তরে গুগলের এআই টুল জেমিনি জানায় – “নরেন্দ্র মোদি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা। তার বিরুদ্ধে এমন নীতি বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে যেগুলোকে কিছু বিশেষজ্ঞ ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করেছেন। বিজেপির হিন্দু জাতীয়তাবাদী আদর্শ, ভিন্নমতের বিরুদ্ধে দমন এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ব্যবহার সহ বেশ কয়েকটি কারণের উপর ভিত্তি করে এই অভিযোগ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গে গুগল এআই টুলের উত্তর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গে গুগল এআই টুলের উত্তরছবি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

একইসঙ্গে গুগলের এআই টুল জেমিনির কাছে প্রশ্ন করা হয় জেলেনস্কি কি একজন ফ্যাসিস্ট? যার উত্তরে জেমিনি জানায় – “ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি একজন ফ্যাসিবাদী কিনা তা একটি জটিল এবং অত্যন্ত বিতর্কিত প্রশ্ন, যার কোন সহজ উত্তর নেই। সূক্ষ্মতার সাথে এই বিষয়টির সাথে পর্যবেক্ষণ করা এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জেলেনেস্কি প্রসঙ্গে গুগল এআই টুলের উত্তর
জেলেনেস্কি প্রসঙ্গে গুগল এআই টুলের উত্তরছবি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

জেমিনির কাছে ট্রাম্প কি একজন ফ্যাসিস্ট প্রশ্ন করা হলে সে উত্তর দেয়, “নির্বাচন দ্রুত পরিবর্তনশীল তথ্য সহ একটি জটিল বিষয়। সর্বশেষ এবং সবচেয়ে নির্ভুল তথ্য নিশ্চিত করতে, গুগল সার্চ করে দেখুন।”

ট্রাম্প প্রসঙ্গে গুগল এআই টুলের উত্তর
ট্রাম্প প্রসঙ্গে গুগল এআই টুলের উত্তরছবি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

ইতিমধ্যেই মন্ত্রীর পক্ষ থেকে এই পোষ্টটি চিহ্নিত করে এই বিষয়ে গুগল এবং ইলেক্টনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে জানিয়েছেন এবং এই বিষয়ে পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

- with Agency Inputs

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুগল এআই টুল জেমিনির প্রতীকী ছবি
Byju's: আর্থিক তছরুপের অভিযোগে বাইজুস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে জারি লুক আউট নোটিশ!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুগল এআই টুল জেমিনির প্রতীকী ছবি
Elon Musk's X: বাক স্বাধীনতায় হস্তক্ষেপ! - ট্যুইট মোছার কেন্দ্রীয় নির্দেশ মেনেও প্রতিবাদ X-এর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in