iPhone Hacked: হ্যাক হতে পারে আইফোন-সহ অ্যাপেল-এর একাধিক ডিভাইস, সতর্ক করল কেন্দ্র

People's Reporter: সিইআরটি-ইন এর পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকাররা ভুয়ো লিঙ্ক পাঠিয়ে ফোন বা আইপ্যাড হ্যাক করতে পারে।
হ্যাক হতে পারে আইফোন-সহ অ্যাপেলে একাধিক ডিভাইস
হ্যাক হতে পারে আইফোন-সহ অ্যাপেলে একাধিক ডিভাইসছবি - সংগৃহীত

হ্যাক হতে পারে আইফোন-সহ অ্যাপেলের একাধিক ডিভাইস। এমনই সতর্কতা জারি করল কেন্দ্রীয় সংস্থা ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা ‘সিইআরটি-ইন’। পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সিইআরটি-ইন। যদিও এখনই ব্যবহারকারীদের আতঙ্কিত না হওয়ার কথা জানানো হয়েছে।

সিইআরটি-ইন এর পক্ষ থেকে নির্দেশ জারি করে জানানো হয়েছে, অ্যাপেলের অনেক ডিভাইসে ‘রিমোট কোড এগ‌জিকিউশন ভালনারেবিলিটি’ খুঁজে পাওয়া গেছে। এর ফলে হ্যাকাররা সহজেই দূর থেকে হ্যাক করতে পারবে অ্যাপেলের সমস্ত ডিভাইসগুলি।

সিইআরটি-ইন এর পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, আইফোন এবং আইপ্যাডের যে সমস্ত ডিভাইসে অপারেটিং সিস্টেম ১৭.৪.১-এর থেকে পুরনো, সেগুলিতেই হ্যাকিংয়ের সম্ভাবনা বেশি। আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, আই প্যাড জেন ৫-এর যে ডিভাইসগুলিতে অপারেটিং সিস্টেম ১৬.৭.৭-এর আগের আপডেট রয়েছে, সেগুলিও ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, হ্যাকাররা ভুয়ো লিঙ্ক পাঠিয়ে ফোন বা আইপ্যাড হ্যাক করতে পারে। তবে ব্যবহারকারীদের আতঙ্কিত না হতে বলা হয়েছে। জানানো হয়েছে, শুধু সময় মতো ডিভাইসগুলির সফটওয়ার আপডেট করতে হবে। পাশাপাশি, অ্যাপ বা সফ্‌টঅয়্যার ডাউনলোড করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ তথ্যের ‘ব্যাক আপ’ নিয়ে রাখার পরামর্শও দিয়েছেন তাঁরা।

হ্যাক হতে পারে আইফোন-সহ অ্যাপেলে একাধিক ডিভাইস
Weather Update: এপ্রিলের শুরুতেই ভয়ঙ্কর গরমে পুড়ছে দেশবাসী, তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের
হ্যাক হতে পারে আইফোন-সহ অ্যাপেলে একাধিক ডিভাইস
Lay Off: চাহিদা কমছে কম্পিউটারের, ৬০০০ কর্মী ছাঁটাই ডেল-এর!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in