Weather Update: এপ্রিলের শুরুতেই ভয়ঙ্কর গরমে পুড়ছে দেশবাসী, তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

People's Reporter: আগামী তিন মাসে তাপপ্রবাহ একটানা ১০ থেকে ২০ দিন পর্যন্ত চলবে দেশের বিভিন্ন প্রান্তে। স্বাভাবিকভাবে এটি স্থায়ী হয় ৪ থেকে ৮ দিন।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য সায়েন্স টেক ডেলি

হিসেব অনুযায়ী এখনও দিন পনেরো বাকি গ্রীষ্মকাল পড়তে। তার আগেই দাপট দেখাতে শুরু করেছে গরম। আগামী তিনমাস ভারতে তাপপ্রবাহের সতর্কতা। সোমবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল-জুন মাসে দেশের অধিকাংশ রাজ্যে মাত্রাতিরিক্ত গরম পড়বে। অন্যদিকে, আগামী ১৯ এপ্রল থেকে শুরু হচ্ছে লোকসভা। চলবে ২ জুন পর্যন্ত। গণনা ৪ জুন। ফলে এই গরমের মধ্যেই ভোটের উৎসবে সামিল হতে হবে নাগরিকদের।

সোমবার মৌসম ভবনের তরফে ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আগামী তিন মাসে তাপপ্রবাহ একটানা ১০ থেকে ২০ দিন পর্যন্ত চলবে দেশের বিভিন্ন প্রান্তে। স্বাভাবিকভাবে এটি স্থায়ী হয় ৪ থেকে ৮ দিন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ, উত্তর ও উপকূলীয় মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় এপ্রিল মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।

অন্যদিকে, সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। শুধুমাত্র হিমালয় ঘেঁষা কিছু এলাকা ও উত্তর-পূর্বের কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কম থাকার সম্ভাবনা রয়েছে।

যদিও এই তালিকায় পশ্চিমবঙ্গের নাম না থাকলেও ইতিমধ্যেই গরমে পুড়ছে রাজ্যের দক্ষিণবঙ্গ। দক্ষিণের কিছু জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ছাড়িয়েছে। রবিবার বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সোমবারে পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার দুপুরে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে আপাতত ৫ এপ্রিল পর্যন্ত। এ সপ্তাহে কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়েছে। ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা।

কলকাতায় আজ, মঙ্গলবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

ছবি প্রতীকী
AAP: বিজেপিতে যোগ না দিলে ঠিকানা হবে জেলে! ভোটের আগেই আপের চার নেতৃত্বের গ্রেফতারির আশঙ্কা অতিশীর
ছবি প্রতীকী
Gyanvapi Mosque: জ্ঞানবাপীতে পুজো-আরতি চলবে, মুসলিম পক্ষের আর্জি খারিজ করে নির্দেশ শীর্ষ আদালতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in