দেশের সেরা বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠানকে ধর্মীয় কাজে ব্যবহার করছে BJP - অভিযোগ বিজ্ঞান মঞ্চের

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অভিযোগ, সাধারণ মানুষের করের টাকায় চলতে থাকা কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি।
দেশের সেরা বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠানকে ধর্মীয় কাজে ব্যবহার করছে BJP - অভিযোগ বিজ্ঞান মঞ্চের

দেশের সেরার সেরা বিজ্ঞানীদের রামমন্দিরে পাঠানোর বিরোধিতা করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তাদের অভিযোগ, দেশের সবচেয়ে বড় বিজ্ঞান ও প্রায়োগিক গবেষণা প্রতিষ্ঠানকে ধর্মীয় কাজে লাগানোর জন্য তীব্র চক্রান্ত চালাচ্ছে কেন্দ্রের মোদী সরকার। সাধারণ মানুষের করের টাকায় চলতে থাকা কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

সম্প্রতি ভারতীয় বিজ্ঞান ও প্রায়োগিক গবেষণা পর্ষদ (CSIR) জানিয়েছে, পর্ষদের পক্ষ থেকে কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (CBRI)-র বিজ্ঞানীদের নিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরী হওয়া রামমন্দিরে যাওয়া হয়েছিল। তাঁদের মতে, সেখানকার বিগ্রহ রামলালার উপর ২০২৪ সালের রামনবমীর দিন কীভাবে সূর্যের আলো পড়তে পারে, তা হাতে-কলমে দেখিয়ে দিয়ে এসেছেন সেখানকার বাস্তুকাররা।

পর্ষদ আরও জানিয়েছে, ওই সফরে যোগ দিয়েছিলেন ভারতীয় জ্যোতিপদার্থবিদ্যাচর্চার প্রতিষ্ঠান (IIA) এবং আইআইইউকার-র বিজ্ঞানীরা।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তাদের কথায়, এই ধরণের কাজ কখনই দেশের নাগরিকদের সংবিধান বর্ণিত 'বৈজ্ঞানিক মনন' গড়ে তোলার সহায়ক হতে পারে না। বরং তা বিজ্ঞান নিয়ে যারা চর্চা করে, তাঁদের মননের ক্ষতি করবে। এর পাশাপাশি সরকারপোষিত গবেষণাগারগুলি যাতে আগামীদিনে নিজেদের স্বাধিকার রক্ষায় উদ্যত হয় তার আহ্বান জানিয়েছে বিজ্ঞান মঞ্চ।

প্রসঙ্গত, সিএসআইআর একটি স্বায়ত্ত্বশাসিত সংস্থা। যা তৈরী হয়েছে ১৯৪২ সালে। এই সংস্থার অধীনস্থ সিবিআরআই। বর্তমানে ওই সংস্থার সভাপতি পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সহ-সভাপতি পদে রয়েছেন ভূ-বিজ্ঞানমন্ত্রী ড. জিতেন্দ্র সিংহ। স্বায়ত্ত্বশাসিত হলেও 'সিএসআইআর' কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। সরকারি অর্থানুকূল্যে চলা বিশ্বের সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান এটি। সারা ভারতে এই সংস্থার ৩৭টি ল্যাবরেটরি রয়েছে।

বিজ্ঞান মঞ্চের সদস্যদের প্রশ্ন, রাম মন্দিরের সমস্যা কি আদৌ জটিল ছিল? সূর্যের দৈনিক গতিবিধি সম্পর্কে জানা থাকলে বিদ্যালয়ে পাঠরত বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরাই তো মডেল তৈরী করে আয়নার ঘূর্ণনের সাহায্যে তা দেখাতে পারবে। বিজ্ঞান মেলায় এই ধরনের দৃশ্য প্রায়ই দেখা যায়। এর জন্য কেন্দ্রীয় বিজ্ঞানীদের কী প্রয়োজন!

দেশের সেরা বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠানকে ধর্মীয় কাজে ব্যবহার করছে BJP - অভিযোগ বিজ্ঞান মঞ্চের
মন্দা আকাশছোঁয়া, এবার গণছাঁটাইয়ের পথে বিশ্বমানের কম্পিউটার নির্মাণ সংস্থা
দেশের সেরা বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠানকে ধর্মীয় কাজে ব্যবহার করছে BJP - অভিযোগ বিজ্ঞান মঞ্চের
আর ছাঁটাই নয়, এবার Twitter-এ কর্মী নিয়োগের পথে এলন মাস্ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in