3D planetarium: কলকাতার বিড়লা তারামণ্ডলকে টেক্কা! হাওড়ায় চালু হল দেশের প্রথম 3D তারামণ্ডল

এটি তৈরী করতে খরচ হয়েছে মোট ১৪ কোটি টাকা। দুর্গাপুজোর আগেই এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
দেশের প্রথম 3D তারামণ্ডল
দেশের প্রথম 3D তারামণ্ডলছবি - সংগৃহীত

বড়দিনের আগেই রাজ্যবাসীর জন্য বড় চমক। শুক্রবার থেকে হাওড়ার শরৎ সদনে চালু হল দেশের প্রথম ত্রিমাত্রিক (থ্রি-ডি) তারামণ্ডল। গত বৃহস্পতিবার এই তারামণ্ডলের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন একটি বিশেষ শো-র আয়োজন করা হয়েছিল।

বহুদিন ধরেই এই তারামণ্ডল তৈরীর পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। তবে, হাওড়া পুর কর্তৃপক্ষ জানায় যে প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে তা বন্ধ ছিল দীর্ঘদিন। অবশেষে বড়দিনের ছুটির আগেই দর্শকদের জন্য খুলে দেওয়া হল ত্রিমাত্রিক তারামণ্ডল। এত দিন পর্যন্ত রাজ্যে একমাত্র তারামণ্ডল ছিল কলকাতার বিড়লা তারামণ্ডল। তবে তাতে কেবলমাত্র দ্বিমাত্রিক (টু়-ডি) শো দেখা যেত।

তারামণ্ডলটির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছিল হাওড়া পুরনিগমকে। বহুদিন আগেই এর নির্মাণকার্য শেষ হয়ে গিয়েছিল। এটি তৈরী করতে খরচ হয়েছে মোট ১৪ কোটি টাকা। দুর্গাপুজোর আগেই এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

পুরনিগম সূত্রের খবর, এই তারামণ্ডলের প্রেক্ষাগৃহে লেজ়ার শোয়ের মাধ্যমে মহাবিশ্বের নানা গ্রহ-নক্ষত্রের খুঁটিনাটি জানা যাবে। এই প্রসঙ্গে হাওড়ার পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, চলতি বছর শীতে হাওড়ার বাসিন্দাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই থ্রি-ডি তারামণ্ডল উপহার দিলেন।

হাওড়া পুর কর্তৃপক্ষ নবনির্মিত ত্রিমাত্রিক তারামণ্ডল সম্পর্কে কী জানালেন?

১) হাওড়া তারামণ্ডল হল দেশের প্রথম থ্রি-ডি (ত্রিমাত্রিক) তারামণ্ডল।

২) ১০০ আসন বিশিষ্ট এই তারামণ্ডলের প্রেক্ষাগৃহে উচ্চ ক্ষমতাসম্পন্ন জাপানি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।

৩) সৌরজগতের সঙ্গে দর্শকদের পরিচয় করাতে দিনে মোট ৩টি শো থাকবে এই তারামণ্ডলে।

৪) মহাকাশের গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং সেই সম্পর্কিত তথ্যও জানতে পারবেন দর্শকেরা।

৫) মহাকাশের সাম্প্রতিক আবিষ্কার সম্পর্কে তারামণ্ডলে প্রদর্শনীরও আয়োজন করা হবে।

৬) আপাতত রবিবার ছাড়া তারামণ্ডলে প্রতি দিন দুপুর ৩টে, বিকেল ৪টে এবং ৫টা— এই ৩টি করে শো চলবে।

৭) প্রতিটি শো চলবে ২৫ মিনিট ধরে। বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষাতেও শো চালু করা হয়েছে।

৮) তারমণ্ডলে থ্রি-ডি অ্যানিমেশন তৈরি করা-সহ অন্যান্য প্রযুক্তিগত সহায়তায় দেশ-বিদেশের সংস্থা যৌথ ভাবে কাজ করেছে।

৯) প্রেক্ষাগৃহে প্রতিটি শোয়ের জন্য বড়দের টিকিটে মাথাপিছু খরচ হবে ১২০ টাকা। তবে পড়ুয়াদের জন্য টিকিটের দাম ৭০ টাকা করে। পরিচয়পত্র দেখিয়ে ওই টাকায় টিকিট সংগ্রহ করতে হবে।

১০) কোনও স্কুল কর্তৃপক্ষ তাদের ছাত্র-ছাত্রীদের একসঙ্গে নিয়ে তারামণ্ডলে এলে মাথাপিছু টিকিটের দাম ৫০ টাকা করে নেওয়া হবে।

দেশের প্রথম 3D তারামণ্ডল
Vande Bharat Express: ফের গোরুর ধাক্কা বন্দে ভারত এক্সপ্রেসে! প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ
দেশের প্রথম 3D তারামণ্ডল
WMO: ক্রমশ কমছে গঙ্গার জল ও তার অববাহিকা অঞ্চলের ভূর্গভস্থ জলের পরিমাণ - রিপোর্ট
দেশের প্রথম 3D তারামণ্ডল
ইউনিয়ন করা কর্মীদের অধিকার, বরখাস্ত করা চলবে না, Amazon-কে হুঁশিয়ারি মার্কিন আদালতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in