
বিশ্বের ইতিহাসে অন্যতম বড় তথ্য চুরির ঘটনা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, ১৬ বিলিয়ন লগ ইন তথ্য ফাঁস (Data Breach) হয়েছে। ফোর্বসের (Forbes) প্রতিবেদন অনুসারে, এই তথ্য ফাঁস অ্যাপল, ফেসবুক এবং গুগল থেকে শুরু করে গিটহাব, টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবা, যেকোনো অনলাইন পরিষেবার দরজা খুলে দিতে পারে সাইবার জালিয়াতিদের কাছে।
একাধিক প্রতিবেদন অনুযায়ী, ১৮৪ মিলিয়ন রেকর্ড সম্বলিত একটি রহস্যময় ডাটাবেস অসুরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। সাম্প্রতিক গবেষণায় দাবি করা হচ্ছে, এটি সম্ভবত হিমশৈলের চূড়া মাত্র। আরও জানা গেছে, গবেষকরা ৩০টি ডেটাসেট আবিষ্কার করেছেন, যার প্রতিটিতে ৩.৫ বিলিয়ন পর্যন্ত রেকর্ড রয়েছে। যার মধ্যে রয়েছে, সোশ্যাল মিডিয়া, ভিপিএন লগইন তথ্য, কর্পোরেট এবং ডেভেলপার প্ল্যাটফর্ম তথ্য।
গবেষকরা জানাচ্ছেন, "এটি কেবল একটি ফাঁস নয় - এটি ব্যাপক এক্সপ্লয়টেশনের ব্লুপ্রিন্ট। এটা এমন নয় পুরনো ফাঁস হওয়া তথ্য আবার ঘুরে এসেছে। এটি একেবারে নতুন ব্যবহারযোগ্য তথ্য যা ব্যাপকভাবে ব্যবহার হতে চলেছে"। গবেষকরা পরামর্শ দিচ্ছেন, এই ধরনের তথ্য ফাঁস শিপিং প্রচারণা, অ্যাকাউন্ট টেকওভার এবং ব্যবসায়িক ইমেল কম্প্রোমাইজের মত ঘটনায় কাজে লাগানো হতে পারে।
কিপার সিকিউরিটির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ড্যারেন গুসিওন জানিয়েছেন, "প্রশ্নের মুখে পড়া তথ্যগুলি বহুল ব্যবহৃত পরিষেবার জন্য অত্যন্ত মূল্যবান এবং এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে"।
পাসওয়ার্ড বদলে ফেলুন -
এই ধরনের ডেটা লঙ্ঘনের কারণেই গুগল তার ব্যবহারকারীদের পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) এর মতো পুরনো সাইন-ইন পদ্ধতি থেকে সরে এসে তাদের জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা আপগ্রেড করার পরামর্শ দিচ্ছে। টেক জায়ান্টটি তাদের অ্যাকাউন্টের উপর আরও ভালো নিয়ন্ত্রণের জন্য ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলিকে পাসকি এবং সোশ্যাল সাইন-ইনগুলিতে আপগ্রেড করার জন্য পরামর্শ দিচ্ছে।
গুগলের পক্ষ থেকে জানানো হচ্ছে, এমন সরঞ্জাম ব্যবহার করা দরকার বা গুরুত্বপূর্ণ যা আপনাদের অ্যাকাউন্টকে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত করে এবং আপনাকে জালিয়াতির হাত থেকে রক্ষা করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন