Waqf Act 2025: ওয়াকফ সংশোধনী আইনে সায় মমতার! সরকারি পোর্টালে সম্পত্তি নথিভুক্ত করার নির্দেশ নবান্নের

People's Reporter: সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাব, যাতে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পুরো বিষয়টি নিয়ে সময়সীমা বৃদ্ধি করার অনুরোধ করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি সংগৃহীত
Published on

রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তি সরকারি পোর্টালে নথিভুক্ত করার নির্দেশিকা জারি করল ওয়াকফ সংশোধনী আইন 'বিরোধী' তৃণমূল সরকার। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

প্রথম থেকেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে আসছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে শোনা গিয়েছিল, পশ্চিমবঙ্গে এই আইন চালু করতে দেবেন না তিনি। কিন্তু বৃহস্পতিবার রাজ্য সরকারের নির্দেশিকায় অনেকেই অবাক হয়েছেন। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সব জেলাশাসককে নির্দেশিকা পাঠিয়ে বলেছে, ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি মমতার সরকারও সংশোধিত ওয়াকফ আইন মেনে নিয়ে তা বলবৎ করা শুরু করে দিল?

রাজ্যের মন্ত্রী তথা জমিয়তে-উলেমা-ই-হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাব, যাতে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পুরো বিষয়টি নিয়ে সময়সীমা বৃদ্ধি করার অনুরোধ করেন। পোর্টালে বিবরণ নথিভুক্ত করতে গেলে ৪৬টি জায়গায় খতিয়ান দিতে হবে। কোন বছর সংশ্লিষ্ট সম্পত্তি ওয়াকফ হয়েছিল? চৌহদ্দি কতটা? মোতোয়াল্লি (রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি থাকেন) কে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না? সম্পত্তির বাজারমূল্য কত ইত্যাদি নানাবিধ বিষয় দিতে হবে। এত দ্রুত তা সম্ভব নয়"।

উল্লেখ্য পশ্চিমবঙ্গে ৮,০৬৩টি ওয়াকফ এস্টেটের অধীনে ৮২,৬০০টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। সমস্ত কাজ শেষ করতে হবে ৫ ডিসেম্বরের মধ্যে। সুপ্রিম কোর্টে ওয়াকফ সংক্রান্ত মামলা এখনও চলছে তবে সরকারি পোর্টালে সম্পত্তি নথিভুক্ত করার বিষয়ে কোনও স্থগিতাদেশ নেই।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের তীব্র বিরোধিতা করে বলেন, "মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বলেছেন ওয়াকফ সংশোধনী বিল পাশ হলেও বিজেপি শাসিত রাজ্যে কার্যকর হবে। পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে ৫ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তিকে নথিভুক্ত করতে হবে"।

তিনি আরও বলেন, "ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তৃণমূল দ্বিচারিতা, মিথ্যাচার করছে। অসহায়, গরিব, মুসলিম মহিলাদের উপকারের জন্যই এই আইন আনা হয়েছে। এটা সকলে সমর্থন করেছেন। আর মমতা ব্যানার্জি একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে নাটক করেছেন এতদিন"।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Bangla Bachao Yatra: সিপিআইএম-এর ডাকে কোচবিহারের তুফানগঞ্জ থেকে আজ শুরু বাংলা বাঁচাও যাত্রা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh: 'ইচ্ছার বিরুদ্ধে' লড়তে হয়েছিল! লোকসভা নির্বাচনে কেন্দ্র বদল নিয়ে ফের সরব দিলীপ ঘোষ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in