Bangla Bachao Yatra: সিপিআইএম-এর ডাকে কোচবিহারের তুফানগঞ্জ থেকে আজ শুরু বাংলা বাঁচাও যাত্রা

People's Reporter: ১১টি জেলা ঘুরে ১৭ ডিসেম্বর শেষ হবে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। ১৯ দিনের যাত্রায় প্রায় হাজার কিলোমিটার পথ পরিক্রমায় মূল দাবির পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্থানীয় দাবিও তুলে ধরা হবে।
শুক্রবার গোসাঁইরহাটে ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আগে মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জি
শুক্রবার গোসাঁইরহাটে ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আগে মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জিনিজস্ব চিত্র
Published on

শনিবার ২৯ নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ দোলমেলার মাঠ থেকে শুরু হতে চলেছে বাংলা বাঁচাও যাত্রা। মূল ১৮ দফা দাবিতে সিপিআইএম-এর ডাকা দীর্ঘ এই যাত্রা ১১টি জেলার বিস্তীর্ণ অংশ ঘুরে আগামী ১৭ ডিসেম্বর শেষ হবে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। ১৯ দিনের যাত্রায় প্রায় হাজার কিলোমিটার পথ পরিক্রমায় মূল দাবিগুলির পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্থানীয় দাবিও তুলে ধরা হবে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। ভাঙা বুকের পাঁজর দিয়ে নতুন বাংলা গড়ার জন্য এই যাত্রা বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

শুক্রবার যাত্রা শুরুর আগের দিনেই বলরামপুর এবং খলিসামারীতে যথাক্রমে আব্বাসউদ্দিন এবং ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানিয়ে প্রস্তুতি পর্ব সারা। আজ বেলা ১টায় তুফানগঞ্জের সমাবেশের মধ্য দিয়ে যাত্রার সূচনা করবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সিপিআইএম সূত্র অনুসারে, শনিবার দুপুরে কোচবিহারের তিন প্রান্ত থেকে তিনটি মিছিল এসে মিশবে তুফানগঞ্জের দোলমেলার মাঠে। এরপর সমাবেশ শেষে সেখানে থেকে যাত্রা শুরু হয়ে তা যাবে ভাটিবাড়ি, আলিপুরদুয়ার হয়ে ফালাকাটা। রবিবার সকালে ফালাকাটা থেকে শুরু হবে পরবর্তী যাত্রাপথ।

কোচবিহারের পাশাপাশি বাংলা বাঁচাও যাত্রা নিয়ে প্রস্তুতি তুঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দুই দিনাজপুরে। যাত্রার প্রথম তিন দিন এই জেলাগুলির মধ্যে দিয়েই যাবে বাংলা বাঁচাও যাত্রা।

বাংলা বাঁচাও যাত্রার আগে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘রুটি-রুজি, শিক্ষা, স্বাস্থ্য সহ মানুষের দৈনন্দিন দাবি দাওয়ার কথা উঠে আসবে বাংলা বাঁচাও যাত্রায়। বহুমাত্রিক এই যাত্রায় প্রান্তিক মানুষের কথা উঠে আসবে। পরিযায়ী শ্রমিক, বিড়ি শ্রমিক, গিগ শ্রমিক, রেগা শ্রমিকের দাবি থাকবে কর্মসূচিতে। থাকবে ক্ষুদ্র ঋণের জাল থেকে মহিলাদের বাঁচানোর দাবিও।’ তিনি আরও বলেন, ‘জেলাগতভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিছিল হবে। বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়ায় জেলা ভিত্তিক মিছিল হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী জেলা মিছিল করে মূল ধারায় যুক্ত হবে।’ 

শুক্রবার গোসাঁইরহাটে ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আগে মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জি
CPIM: 'বাংলাকে বাঁচাতে বামপন্থার পুনরুত্থান চাই' - ২৯ নভেম্বর থেকে 'বাংলা বাঁচাও যাত্রা' CPIM-এর
শুক্রবার গোসাঁইরহাটে ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আগে মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জি
CPIM: তৃণমূলের দুর্নীতি নিয়ে বিজেপির মুখে কুলুপ, বুথে বুথে চাই লালঝান্ডার লড়াই - মীনাক্ষী মুখার্জী

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in