
বুধবার ফল প্রকাশ হল উচ্চমাধ্যমিকের। ফের জেলার জয়জয়কার। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের রূপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৭। পাশাপাশি প্রথম দশে রয়েছে মোট ৭২ জন পড়ুয়া। গত বছরের থেকে এবার পাশের হার বৃদ্ধি পেয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ সালে পাশের হার ছিল ৯০ শতাংশ। এবার বৃদ্ধি পেয়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের ছাত্র রূপায়ণ পাল। তিনি বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র।
দ্বিতীয় স্থানে রয়েছেন কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলের তুষার দেবনাথ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।
৪৯৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন হুগলির রাজর্ষি অধিকারি। তিনি আরামবাগ হাই স্কুলের ছাত্র।
৪৯৪ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন বাঁকুড়ার সৃজিতা ঘোষাল। তিনি সোনামুখী গার্লস হাই স্কুলের পড়ুয়া।
পঞ্চম স্থানাধিকারী হয়েছেন ৬ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর: ৪৯৩। ষষ্ঠ স্থানে রয়েছেন ৮ জন। সকলের প্রাপ্ত নম্বর ৪৯২। সপ্তম স্থানে রয়েছে ১১ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯১। পরীক্ষার্থীরা বুধবার দুপুর ২টো থেকেই শিক্ষা সংসদের ওয়েবসাইট www.result.wb.gov.in -এ রেজাল্ট জানতে পারবেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ শুরু হয়েছিল ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৭৩ হাজার। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ এবং কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ পাশের হার। পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্ররা (৯২ শতাংশের বেশি)। ছাত্রীদের পাশের হার ৮৮ শতাংশের একটু বেশি। শিক্ষা সংসদের সভাপতি বলেন, কোভিডের ৩ বছর বাদ দিলে গত ১০ বছরে এবার সেরা ফল হয়েছে উচ্চমাধ্যমিকে।
এইবছরই ছিল ১৯৭৮ থেকে চালু হওয়া পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। কারণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। ফলে বছরে দু'বার করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন