WB: লোকসভায় বহিরাগত প্রার্থী হলে নির্দল হয়ে লড়বো - কেন্দ্রীয় নেতৃত্বকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

People's Reporter: বিধায়কের হুঁশিয়ারি, এ বারের লোকসভা নির্বাচনে বাইরের কাউকে প্রার্থী করা হলে তিনি নিজেই দার্জিলিং কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হবেন।
নরেন্দ্র মোদী ও অমিত শাহ
নরেন্দ্র মোদী ও অমিত শাহফাইল ছবি, আউটলুকের সৌজন্যে

লোকসভা নির্বাচনের হাতে গোনা কয়েকমাস আগে দলীয় বিধায়কের মন্তব্যে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। প্রতিটি নির্বাচনে বাইরের ‘মুখ’ এনে জিতেছে দল। এ বার তা করা চলবে না বলে দলীয় নেতৃত্বকে বার্তা দিলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। দলের একাংশের বক্তব্য, নাম না করে প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহকেই আক্রমণ করলেন বিধায়ক। আর এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

উত্তরবঙ্গে আগে যাদের সাথে জোট করেছিল গেরুয়া শিবির, তাদের অভিযোগ, নির্বাচনে জেতার পর কথা রাখে না বিজেপি। সেই একই অভিযোগ শোনা গেল কার্শিয়াঙের বিজেপি বিধায়কের মুখে। বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘‘প্রতি বার লোকসভা নির্বাচনের সময় এক বিষয় হয়। গোর্খাল্যান্ড বা স্থায়ী রাজনৈতিক সমাধানের কথা বলে ভোট চাওয়া। বাইরের মানুষ এসে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে যতটা না আবেগপ্রবণ হবেন, তার চেয়ে বেশি আবেগপ্রবণ হবেন এখানকার মানুষ, এটাই স্বাভাবিক। কেন্দ্র ও রাজ্যকে তারা নিজেদের কথা নিজেদের মতো করে বোঝাতে পারবে। তাতে সমস্যার সমাধান হবে।’’

বিধায়কের হুঁশিয়ারি, এ বারের লোকসভা নির্বাচনে বাইরের কাউকে প্রার্থী করা হলে তিনি নিজেই দার্জিলিং কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হবেন। বিষ্ণুপ্রসাদের কথায়, ‘‘এ বার বাইরের লোক দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী হলে আমরা মেনে নেব না। দলের উচ্চ পর্যায়ে আমি এ কথা জনিয়েছি৷ তার পরেও যদি বাইরের কোনও ব্যক্তিকে প্রার্থী করা হয়, তা হলে আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে লড়ব দার্জিলিং লোকসভা থেকে। তবে দল ছাড়ব না। দলে থেকেই লড়ব।’’

আর এনিয়ে দার্জিলিঙের তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্ত এক সংবাদমাধ্যমে বলেন, ‘‘পাহাড় বা দার্জিলিং লোকসভা কেন্দ্রের চিত্রটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিগত তিনটে লোকসভায় সাধারণ মানুষের সমর্থনে জিতেছে বিজেপি। কিন্তু মানুষের প্রাপ্তির জায়গা একেবারেই শূন্য। বিজেপির অভ্যন্তরীণ মতপার্থক্য, মিথ্যে প্রতিশ্রুতির ফলে তাদের এবারে ভাল ফল হবে না। মানুষ পুরোপুরি বিজেপিকে পরিত্যাগ করবে৷ বিজেপির পাহাড়ের কর্মীরা বা পাহাড়বাসীরা আস্থাহীনতায় ভুগছেন এবং তারা একটা জিনিস বুঝে গিয়েছেন যে, বিজেপির কাছ থেকে তারা আর কিছু পাবেন না।’’

নরেন্দ্র মোদী ও অমিত শাহ
Bharat Jodo Nyay Yatra: বাড়তি গুরুত্ব উত্তরবঙ্গে! চা শ্রমিক-আদিবাসীদের কথা শুনবেন রাহুল গান্ধী
নরেন্দ্র মোদী ও অমিত শাহ
প্রকাশ্যে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ মন্তব্য, বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in