প্রকাশ্যে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ মন্তব্য, বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

People's Reporter: অভিষেক তাঁর আবেদনে উল্লেখ করেছেন, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের বাইরে বার বার যে এক পক্ষের বয়ান তুলে ধরছেন।
বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি
বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ মন্তব্য করছেন। এই অভিযোগ তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরানো হোক নিয়োগ সংক্রান্ত মামলাগুলি, এমন আবেদনও জানিয়েছেন অভিষেক।

বুধবার, ডায়মন্ড হাবরারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অভিষেক তাঁর আবেদনে উল্লেখ করেছেন, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের বাইরে বার বার এক পক্ষের বয়ান তুলে ধরছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। এ নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক।

শীর্ষ আদালতের কাছে তৃণমূল সাংসদের আরও আবেদন, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক, তিনি যাতে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চ নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে। মূলত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে মামলাগুলি রয়েছে, সেই মামলাগুলি যাতে ওই বিশেষ বেঞ্চে যায়। 

সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস জানতে চেয়ে প্রশ্ন তোলেন। বিচারপতি দাবি তুলেছিলেন, ‘‘সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই, কার কত সম্পত্তি আছে। কে কত সম্পত্তি করেছেন? কার কতটা সম্পত্তির উৎস রয়েছে।’’

এর পর বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের উদাহরণ টানেন বিচারপতি। তাঁর কথায়, ‘‘অভিষেক যদি সমাজমাধ্যমে ওই পোস্ট করেন, তবে তাঁর সমসাময়িক নেতা ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখব। তাঁরাও সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন আমরা দেখতে চাই।’’

বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি
Primary Teacher Recruitment: প্রাথমিকে নিয়োগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে
বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি
সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা, উস্তাদকে সমাধিস্থ করা হবে জন্মভূমি উত্তরপ্রদেশে
বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি
Loksabha Polls 2024: যে কোনও মূল্যে লক্ষ্য ৪০০ আসন, প্রয়োজনে অন্য দলের নেতাদেরও দলে টানবে বিজেপি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in