

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর! এমনই দাবি করলেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
বুধবার দুর্গাপুরে বিজেপির কর্মী সম্মেলন ছিল। সেখানে বক্তব্য রাখছিলেন নিতিন নবীন। ভাষণের শুরুর দিকে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসের মতো বাঙালি মনীষীদের সম্পর্কে কিছু বলছিলেন তিনি। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাও বলেন। এরপরই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তুলে বলতে গিয়ে গোল বাঁধান তিনি।
বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “যে কবিগুরু এই রাজ্যকে শুধু নয়, গোটা দেশকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছিলেন, যার জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমি স্মরণ করছি।’’
বিজেপি সভাপতির এই মন্তব্যে হতবাক বঙ্গবাসী। তাঁর এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে বিদ্রুপ করছেন আবার কেউ কেউ ক্ষুব্ধ, দেশের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এক সর্বভারতীয় নেতার সামান্যটুকু ধারণাও না থাকার জন্য। সমালোচনায় সরব হয়েছে তৃণমূল, সিপিআইএম ও কংগ্রেসও।
তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজে বিজেপিকে তীব্র আক্রমণ করে লেখা হয়, “ওরে মুর্খের দল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 'সাহিত্যে' নোবেল পুরস্কার পেয়েছিলেন। সকাল সকাল বিজেপির আইটি সেলের লেখা স্ক্রিপ্ট পড়ে বাংলা-প্রেমী হতে গিয়েছিলেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ভরা সভায় বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল 'শান্তি' পুরস্কার পেয়েছিলেন! কেউ ভুলটা ধরিয়েও দিল না। কারণ, পাশে যাঁরা বসে আছে, তাঁরা আরও বড় অজ্ঞ।“
পোস্টে আরও লেখা হয়, ‘’এই হচ্ছে অপদার্থ বিজেপির অপদার্থ সভাপতি। দায়িত্ব পেয়েই ভুলে ভরা ভাষণ শুরু করে দিয়েছে। আবার বাংলা দখলের দিবাস্বপ্নও দেখছে!’’ তৃণমূল নেতা কুণাল ঘোষ আবার এক ভিডিও বার্তায় নীতিন নবীনকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।
এই নিয়ে বিজেপির তরফ থেকে পাল্টা কোনও ব্যাখ্যা বা আক্রমণ শোনা যায়নি এখনও।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন