

ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
সিঙ্গুরে রওনা দেওয়ার আগে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। তিনি আজ সকালে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। এই খবর দেখে আমি সত্যিই স্তম্ভিত। এই দেশের মানুষের, এমনকি রাজনৈতিক নেতাদেরও কোনো নিরাপত্তা নেই।‘’
এরপরই অজিত পাওয়ারের ঘর-ওয়াপসির সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া জল্পনার বিষয়টি তোলেন তিনি। তিনি বলেন, “বিরোধী রাজনৈতিক দলগুলোর ভাগ্য কী হবে তা আমি জানি না, তবে তিনি ক্ষমতাসীন দলের সঙ্গেই ছিলেন। কিন্তু কয়েক দিন আগে, আমি একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে জানতে পারলাম যে অন্য দলের কেউ একজন বিবৃতি দিয়েছেন, অজিত পাওয়ার বিজেপি ছাড়তে ইচ্ছুক... তার পরে আজ এই ঘটনা ঘটল। আমি চাই, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গোটা ঘটনার তদন্ত হোক। আমাদের কেবল সুপ্রিম কোর্টের উপরই আস্থা আছে, অন্য কোনো সংস্থার উপর নয়। বাকি সব সংস্থা পুরোপুরি আপোস করে চলে। ‘’
উল্লেখ্য, সম্প্রতি একাধিক মিডিয়া রিপোর্টে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে যে অজিত পাওয়ার তাঁর কাকা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি-এসপি) শিবিরে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মমতা ব্যানার্জি সেই বিষয়টিই উল্লেখ করেছেন সাংবাদিকদের সামনে। এর আগে নিজের এক্স হ্যান্ডেলে অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করার সময়ও তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।
আজ দিল্লী যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এসআইআর নিয়ে রাজ্যে যা চলছে, তা সর্বভারতীয় স্তরে তুলে ধরার উদ্দেশ্য ছিল তাঁর। আপাতত সেই সফর স্থগিত করেছেন তিনি।
উল্লেখ্য, আজ পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে অজিত পাওয়ারের বিমান। মুহূর্তে আগুন ধরে যায় গোটা বিমানে। পাওয়ার সহ বিমানে থাকা ৬ জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন