Ajit Pawar’s Death: অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকপ্রকাশ মোদী-রাহুল-শাহর

People's Reporter: মমতা বন্দ্যোপাধ্যায় এই বিমান দুর্ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন। সঞ্জয় রাউত অজিত পাওয়ারের মৃত্যুকে মহারাষ্ট্রের ‘কালো দিন’ বলে উল্লেখ করেছেন।
Ajit Pawar’s Death: অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকপ্রকাশ মোদী-রাহুল-শাহর
Published on

বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এনসিপি প্রধানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে।

পৌনে ৯টা নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিত পাওয়ারের বিমানটি। মুহূর্তে আগুন ধরে যায় গোটা বিমানে। পাওয়ার সহ বিমানে থাকা ৬ জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনসিপি প্রধানের সঙ্গে নিজের ছবি শেয়ার করে তিনি লেখেন, “অজিত পাওয়ার জি মানুষের নেতা ছিলেন। একেবারে তৃণমূল স্তর থেকে তাঁর যোগাযোগ ছিল। একজন ভীষণ কর্মক্ষমতাশালী মানুষ হিসেবে তাঁর পরিচিতি ছিল, একেবারে সামনের সারিতে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে গিয়েছেন তিনি। গরিব মানুষদের পাশে তিনি সবসময় ছিলেন। ওঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ, দুঃখিত। ওঁর পরিবার এবং অগণিত অনুরাগীদের সমবেদনা।‘'

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করে লিখেছেন, "বারামতীতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ার সহ বেশ কয়েকজনের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। অজিত পাওয়ারের অকাল মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। মহারাষ্ট্রের উন্নয়নে, বিশেষ করে সমবায় ক্ষেত্রে, তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।"

মমতা বন্দ্যোপাধ্যায় বিমান দুর্ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে তিনি লেখেন, ‘’অজিত পাওয়ারের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। বারামতীতে বিমান দুর্ঘটনায় উপ মুখ্যমন্ত্রী ও তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে। শরদ পাওয়ার-সহ অজিতের পরিবার, পরিজনকে সমবেদনা। ঘটনার যথোপযুক্ত তদন্তের হওয়া দরকার।" আজ দিল্লী যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আপাতত সেই সফর স্থগিত করেছেন তিনি।

শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত অজিত পাওয়ারের মৃত্যুকে মহারাষ্ট্রের ‘কালো দিন’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, অজিত ছাড়া মহারাষ্ট্রের রাজনীতি অপূর্ণ।

দাদা অজিত পাওয়ারের মৃত্যুতে বিধ্বস্ত শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। এমনটাই জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও শোক প্রকাশ করেছেন।

Ajit Pawar’s Death: অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকপ্রকাশ মোদী-রাহুল-শাহর
Maharashtra: বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের, নিহত আরও ৫

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in