
খাদ্য ভবন অচল করার পরিকল্পনা করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে! এমনই অভিযোগ উঠেছে সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে। যদিও যৌথ মঞ্চের পক্ষ থেকে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি খাদ্য ভবনের দুই কর্মী সৌমেন্দ্র নারায়ণ বসু এবং দেবু সিংহকে বদলি করা হয়েছে। এই দুজনেই ডিএ আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন। অনুমান, ডিএ আন্দোলনের সাথে যুক্ত কারণেই বদলি করা হয়েছে দুজনকে। তাঁদের বদলির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে সরকারি কর্মচারীদের একাংশ। এরই মধ্যে একটি অভিযোগ সামনে আসছে। অভিযোগ করা হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা হোয়াটসঅ্যাপে আলোচনা করেছেন যে, খাদ্যভবনের আধিকারিকদের ঘেরাও-র পাশাপাশি খাদ্যভবন অচল করে দিতে হবে। হোয়াটসঅ্যাপ মারফত এই মেসেজ খাদ্য ভবনের প্রায় সকল কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
তবে এ কথা অস্বীকার করেন সংগ্রামী মঞ্চ। ডিএ আন্দোলনের সাথে যুক্ত খাদ্য ভবনের এক কর্মচারী জানান, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই ধরণের কোনো মেসেজ করা হয়নি। প্রথমে ঠিক হয়েছিল সোমবার থেকে কর্মবিরতি চলবে। কিন্তু তার মাঝেই এই ধরণের অভিযোগ সামনে আসছে। এটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।
জানা গেছে, ওই মেসেজে নাকি এও লেখা হয়েছে, খাদ্য ভবনের সমস্ত গেট অবরুদ্ধ করতে হবে। প্রতিটি আধিকারিক যাতে ঢুকতে বা বেরোতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কমপক্ষে ২৫০ জন মিলে কর্মসূচিটি সফল করতে হবে। এমন পদক্ষেপ নিতে হবে যাতে আর কোনও দিন বদলির নির্দেশ না দিতে পারে। তবে এই মেসেজের সত্যতা যাচাই করেনি পিপলস্ রিপোর্টার।
উল্লেখ্য, সৌমেন্দ্র নারায়ণ বসুকে পূর্ব বর্ধমান এবং দেবু সিংহকে পশ্চিম বর্ধমানে বদলি করা হয়েছে। তাঁদের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন