স্বাধীনতা দিবসেই বিজেপির বিরুদ্ধে জেলায় জেলায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত বামেদের

স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবনের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাধীনতা দিবসেই বিজেপির বিরুদ্ধে জেলায় জেলায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত বামেদের
ফাইল চিত্র
Published on

স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে এবার ১৫ আগস্ট সিপিএমের দলীয় দফতরে দেখা যাবে জাতীয় পতাকা। এটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার বামফ্রন্ট কমিটি থেকে জানিয়ে দেওয়া হল যে, স্বাধীনতা দিবসেই বিজেপির বিরুদ্ধে এবার জেলায় জেলায় কর্মসূচি পালন করবে তারা।

বিজেপির বিরোধিতা করাই যে বামফ্রন্টের মূল লক্ষ্য, সেটা কয়েকদিন আগে স্পষ্ট করে দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছিলেন, 'কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং কচ্ছ থেকে কোহিমা- সর্বস্তরে যে কোনও দলের সঙ্গে আমরা কাজ করতে রাজি।'

স্বাধীনতা দিবসেই বিজেপির বিরুদ্ধে জেলায় জেলায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত বামেদের
CPIM: ব্যাপক রদবদলের পক্ষপাতী ইয়েচুরি, বাংলায় সংগঠনকে ঢেলে সাজানোর প্রস্তুতি শুরু

বিজেপি বিরোধিতার এবার স্ট্র্যাটেজিও বদল করা হচ্ছে। স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবনের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বামফ্রন্ট কমিটি জানিয়েছে, ওইদিনই দেশের সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষার শপথ উচ্চারণের জন্য রাজ্যের সর্বত্র জেলায় জেলায় বামফ্রন্টের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।

বামফ্রন্টের বিবৃতি
বামফ্রন্টের বিবৃতি
স্বাধীনতা দিবসেই বিজেপির বিরুদ্ধে জেলায় জেলায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত বামেদের
CPIM: তরুণ প্রজন্মকে সামনে রেখে সংগঠন গোছানোর ভাবনা, অবসরে একাধিক প্রবীণ নেতা!

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে সিপিএম। এই উপলক্ষে বঙ্গে আসছেন সীতারাম ইয়েচুরি-সহ অনেক নেতাই। নিচু স্তর থেকে শীর্ষ স্থানীয় নেতৃত্ব সর্বত্রই রদবদল করা হবে বলে জানা গিয়েছে। ৭৫ ঊর্ধ্বদের সরিয়ে নতুন মুখ তুলে আনার ব্যাপারে জোর দেওয়া হবে। তবে প্রয়োজন মনে করলো যাঁদের ৭৫ ঊর্ধ্ব কাউকে রেখেও দেওয়া হতে পারে। আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে সংগঠন সাজানো হতে চলেছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in