এসআইআর-র খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই বিপুল পরিমাণ নাম বাদ দেওয়ার পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছে শাসকদল তৃণমূল।
মঙ্গলবার এসআইআর-র খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশন আগেই জানিয়েছে, বাংলায় খসড়া তালিকা থেকে নাম বাদ গেছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের। এর মধ্যে নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৩৮ জন এবং ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার।
খসড়া তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা আজ থেকেই আবেদন জানাতে পারবেন। তাঁরা নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ পূরণ করে Annexure - IV এর সাথে জমা করতে পারবেন। এই ফর্ম জমা দেওয়া যেতে পারে বুথ লেভেল আধিকারিক (BLO)-র কাছে অথবা অনলাইনে voters.eci.gov.in বা ECINET অ্যাপের মাধ্যমে ফর্ম জমা করতে পারবেন।
১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন ভোটাররা। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি ও যাচাইকরণ প্রক্রিয়া চালাবে কমিশন। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
৫৮ লক্ষ নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "এটি বাংলার ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য বিজেপির একটি ষড়যন্ত্র। আমরা ভোটার সহায়তা কেন্দ্র স্থাপন করেছি এবং ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম জমা দিতে আমরা সাহায্য করব।"
খসড়া তালিকায় কীভাবে দেখবেন নিজের নাম?
প্রথমে নির্বাচন কমিশনের দেওয়া https://electoralsearch.eci.gov.in - এই লিঙ্কে ক্লিক করতে হবে। একটি পেজ খুলবে। সেখানে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডে দেওয়া নম্বর অথবা নিজের নাম অথবা আত্মীয়ের নাম দিয়ে অথবা মোবাইল নম্বর দিয়ে নিজের নাম দেখতে পারবেন। নিজের সুবিধা অনুযায়ী ভাষা নির্বাচন করতে পারবেন। তারপর রাজ্যের নাম দিতে হবে। একটি ক্যাপচা কোড থাকবে সেটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনার তথ্য দেখা যাবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন