Sandeshkhali: মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফরের আগেই চমক - বিজেপি ছেড়ে তৃণমূলে সুজয় মাস্টার

People's Reporter: রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল অফিসে গিয়ে শাসক দলে নাম লেখান বিজেপি নেতা সুজয় মাষ্টার। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক।
তৃণমূলে যোগ দিলেন সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল
তৃণমূলে যোগ দিলেন সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডলনিজস্ব চিত্র
Published on

মুখ্যমন্ত্রীর সফরের আগে তৃণমূলে নাম লেখালেন সন্দেশখালির বিজেপি নেতা তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল। যদিও দলীয় নেতার তৃণমূলে যোগদান নিয়ে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাদের দাবি, এর পিছনে অন্য কোনও অভিসন্ধি আছে।

রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল অফিসে গিয়ে শাসক দলে নাম লেখান তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক। সন্দেশখালির বিজেপির পরিচিত মুখ সুজয় মাস্টারের তৃণমূলে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শাসক দলে যোগদানের পর সুজয় বলেন, ‘তৃণমূলে যোগদানের প্রধান কারণ হল, প্রথম থেকেই আমি এই দলটাকে ভালবাসতাম, করতাম, সদস্য-সমর্থক হিসেবে ছিলাম। মাঝখানে গুটিকয় ব্যক্তি, যারা তৃণমূলের ছত্রছায়ায় থেকে এই দলটাকে ব্যবহার করে বদনাম করে যাচ্ছিল। তাঁরা হচ্ছে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এদের এই কীর্তিকলাপ আমার ঠিক পছন্দ হয়নি। যে কারণে আমি এদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম’। 

সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন, ‘নিজের ভুল বুঝতে পেরে শাসকদলে এসেছেন সন্দেশখালির আন্দোলনকারী সুজয়’। তৃণমূল নেতৃত্বের দাবি, সন্দেশখালির আন্দোলন বিপথগামী হয়ে পড়েছিল৷ সেটা বুঝতে পেরেই সুজয় মাস্টার নাম লিখিয়েছেন আমাদের দলে। সন্দেশখালির আরও অনেকেই নিজেদের ভুল বুঝতে পারবেন একসময়’।

সোমবারই সন্দেশখালিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাট লোকসভার প্রচারে গিয়ে কথা দিয়েছিলেন, নির্বাচনে জিতে তবেই সন্দেশখালিতে যাবেন। আজ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে শেখ শাহজাহান এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে নারী নির্যাতন, জমি জবর দখল-সহ একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নামেন গ্রামের মহিলারা। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। এই আন্দোলনে প্রথম সারিতে ছিলেন সুজয়।

কয়েক মাস আগে সুজয়ের এক অডিও ক্লিপ ভাইরাল হয়। তাতে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কর্ণখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুজয় মণ্ডল। ভাইরাল অডিওতে বিজেপির বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন তিনি। সেই সময় সেই অডিওতে তাঁর কণ্ঠস্বর বলে স্বীকার করেও পরে তিনি দাবি করেন, তৃণমূলে যাননি বলে তাঁকে দিয়ে এইসব করানো হয়েছিল।

তৃণমূলে যোগ দিলেন সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল
মনমোহন সিং থেকে রতন টাটা, সীতারাম ইয়েচুরি থেকে জাকির হোসেন... ২০২৪-এ আমরা যে প্রথিতযশাদের হারালাম
তৃণমূলে যোগ দিলেন সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল
Bihar: বিহারে চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, পিকের বিরুদ্ধে উস্কানির অভিযোগ! মামলা দায়ের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in