Bihar: বিহারে চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, পিকের বিরুদ্ধে উস্কানির অভিযোগ! মামলা দায়ের

People's Reporter: ৭০ তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলে গত ১৩ ডিসেম্বর আন্দোলনে নামে চাকরিপার্থীরা। দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা।
বিহারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে প্রশান্ত কিশোর
বিহারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে প্রশান্ত কিশোরছবি - জন সুরাজ পার্টির এক্স হ্যান্ডেল
Published on

বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় কারচুপি এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ উঠলো। দ্বিতীয় বার পরীক্ষা নেওয়ার দাবি তুলে আন্দোলনে নামা পরীক্ষার্থীদের উপর রবিবার রাতে লাঠিচার্জ করে পুলিশ। চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়ির দিকে মিছিল শুরু করলে পুলিশ তাদের পথ আটকায়।

রবিবার পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভে যোগ দিয়েছিলেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। চাকরিপ্রার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে পিকের বিরুদ্ধে। ঘটনায় প্রশান্ত কিশোর-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া মামলা দায়ের হয়েছে ৬০০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে।

৭০ তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলে গত ১৩ ডিসেম্বর আন্দোলনে নামে চাকরিপার্থীরা। কয়েকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং জ্যামার কাজ না করা, প্রশ্নপত্র দেরিতে বিতরণ করা-সহ একাধিক অভিযোগ তুলে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার দাবি তুলেছে চাকরিপ্রার্থীরা। এই দাবিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করার দাবি জানায় চাকরিপ্রার্থীরা। যদিও মুখ্যমন্ত্রী চাকরিপ্রার্থীদের এই দাবিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ান জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। পিকের অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজের প্রয়োজনে বার বার দিল্লি যেতে পারছেন। কিন্তু চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে পারছেন না। রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী নেতারাও এই আন্দোলনকে সমর্থন করছেন। যার প্রতিবাদে রবিবার রাতে পাটনার গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল শুরু করেন কয়েক হাজার বিক্ষোভরত চাকরিপ্রার্থী। তাঁদের সঙ্গে ছিলেন পিকে। চাকরিপ্রার্থীদের আটকাতে প্রথমে জলকামান ছোঁড়ে পুলিশ। এরপর তাঁরা ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ, চাকরিপ্রার্থীদের রাস্তায় ফেলে মারধর করা হয়। সোশ্যাল মিডিয়ায় আসা ঘটনার একাধিক ভিডিওতেও সেই ছবি দেখা গেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

এই অভিযোগের ভিত্তিতে পিকে-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও ৬০০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় চাকরিপ্রার্থীদের উস্কানি দেওয়ার অভিযোগে দু’জন শিক্ষককে গ্রেফতার করা হলেও, পরে অসুস্থতার কারণে শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয় তাঁদের। অন্যদিকে, পাটনা প্রশাসনের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের মুখ্যসচিব অমৃত লাল মীনার সঙ্গে দেখা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিহারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে প্রশান্ত কিশোর
Assam: আসামে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটের দিন ঘোষণায় আদালতের মানা
বিহারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে প্রশান্ত কিশোর
Uttar Pradesh: গণতন্ত্র এবং সংবিধানের সামনে সবচেয়ে বড়ো বিপদ বিজেপি - মন্তব্য অখিলেশ যাদবের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in