Birbhum: বীরভূমে পাথর খাদানে ধস, মৃত ৫ শ্রমিক! গুরুতর আহত ৪

People's Reporter: শুক্রবার দুপুরে আচমকাই ধস নামে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বাহাদুরপুর পাথর খাদানে। ৯ জন শ্রমিক কর্মরত ছিলেন বলেই জানা যাচ্ছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

পাথর খাদানে ভয়াবহ ধসে প্রাণ হারালেন ৫ শ্রমিক। পাশাপাশি আরও ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের একটি পাথর খাদানে।

শুক্রবার দুপুরে আচমকাই ধস নামে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বাহাদুরপুর পাথর খাদানে। ধস নামার সময় ৯ জন শ্রমিক খাদানে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। সকলেই চাপা পড়ে। ঘটনার পরই অন্যান্য খাদানের শ্রমিকরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। মাটি নরম থাকার কারণে ধস নেমেছে বলে স্থানীয়দের দাবি।

৪ জন শ্রমিককে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসা চলছে। একজনের অবস্থা সঙ্কটজনক থাকায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর ওই খাদানে যায় নলহাটি থানার পুলিশ। প্রশাসনের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ৫ শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রতীকী ছবি
দুয়ারে সরকারের মাধ্যমে অবিলম্বে সকলকে আধার কার্ড করে দিতে হবে! প্রশাসনকে নির্দেশ মমতার
প্রতীকী ছবি
Naushad Siddiqui: মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল তৃণমূল! শাসক দলের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক নওশাদ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in